#মুম্বই: সইফ-দীপিকা-ডায়না পেন্টি ৷ তিনজনের মারকাটারি অভিনয়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল হোমি আদজানিয়ার ছবি ককটেল ! ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবি রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছিল ৷ সঙ্গে দীপিকা পাড়ুকোনের অভিনয় দেখে তাক লেগেছিল দর্শকদের ! সেই ৮ বছর আগের গল্প, তবুও যেন ককটেলের ‘মস্ত’ টাইপ ভেরোনিকার চরিত্রকে ভুলতে পারেননি দীপিকা ৷ আর তাই তো বার বার সেই ককটেলের স্মৃতিতে ডুব দিচ্ছেন তিনি ৷
দীপিকা সেই ককটেলের স্মৃতিচারণায় সোশ্যাল মিডিয়ায় বদলে ফেললেন নিজের নাম৷ নাম দিলেন ভেরোনিকা ! সঙ্গে শেয়ার করলেন ছবির অদেখা কিছু ভিডিও ৷View this post on InstagramOften I’m asked if there is a moment I would like to relive...The answer is YES!🎉 #8YearsOfCocktail
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Deepika padukone