corona virus btn
corona virus btn
Loading

প্রয়াত কিংবদন্তী অভিনেতা ওম পুরী, ট্যুইটে শোকপ্রকাশ বলিউড থেকে টলিউডের

প্রয়াত কিংবদন্তী অভিনেতা ওম পুরী, ট্যুইটে শোকপ্রকাশ বলিউড থেকে টলিউডের

ওম পুরীর মৃত্যুতে শোকাহত বলিউড থেকে টলিউড, নাট্যজগৎ থেকে রাজনৈতিক মহল। ট্যুইটে শোকপ্রকাশ ও প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট ব্যক্তিরা ৷

  • Share this:

#মুম্বই: প্রয়াত অভিনেতা ওম পুরী ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর ৷ শুক্রবার মুম্বইতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওম পুরী ৷ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নন্দিতা পুরী ৷

ভারতীয় চলচ্চিত্র ছাড়াও বহু বিদেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ পাকিস্তানি, ব্রিটিশ ও হলিউড ছবিতে অভিনয় করেছেন  ওম পুরী ৷ চলচ্চিত্রে বিশেষ দক্ষতার জন্য ৯০’ সালে পদ্মশ্রী পান তিনি ৷ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি ৷ ১৯৭৬ সালে মারাঠি ছবি ঘসিরাম কোতয়াল ছবিতে শুরু করে গান্ধি, আক্রোশ, অর্ধসত্য, সদগতি, ডিস্কো ডান্সার,মাচিস,ঘায়েল বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ওম পুরী ৷

ওম পুরীর মৃত্যুতে শোকাহত বলিউড থেকে টলিউড। ট্যুইটে শোকপ্রকাশ ও প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট ব্যক্তিরা ৷

‘৪৩ বছর ধরে আমি ওম পুরীকে চিনি ৷ আমার কাছে ওম পুরী একজন মহান অভিনেতা ৷ ওম পুরী একজন মহান ও উদার মনের মানুষ ৷ গোটা বিশ্ব তাকে এভাবেই মনে রাখবে’, ট্যুইটে প্রতিক্রিয়া জানালেন অনুপম খের

ওম পুরীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ৷ ‘থিয়েটার ও চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান’, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির ৷

  ‘গুডবাই ওম! ৷ আজ থেকে তোমাকে ছাড়া বাঁচব ৷ সিনেমা ও জীবন নিয়ে কত আলোচনা করেছি ৷ রাতের পর রাত আমরা আলোচনা করেছি ৷ আমি কীভাবে সেই রাতগুলোর কথা ভুলব’, ট্যুইটে প্রতিক্রিয়া মহেশ ভাটের ‘RIP ওম পুরী ৷ আমরা হারালাম একটি দক্ষ প্রতিভাকে ৷ আমরা হারালাম উদাত্ত কণ্ঠকে ৷ আমরা হারালাম সিনেমার এক স্পিরিটকে ৷ আপনাকে মিস করব পুরী সাব’, ট্যুইটে প্রতিক্রিয়া বোমান ইরানির     ‘খুব হাসিখুশি ছিলেন ৷ শুটিংয়ের মাঝে মজা করতেন ৷ উনি চলে গিয়েছেন ভাবা যাচ্ছে না ৷ তবু মানতেই হবে ৷ ঈশ্বর যেন ওঁকে শান্তি দেন ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি’, বললেন দেবশ্রী রায় ৷ ‘RIP ওম পুরী ৷ অসাধারণ প্রতিভা, অনন্য অভিনেতা ৷ অতুলনীয় ফিল্মোগ্রাফি ৷ ভারতীয় সিনেমা হারাল এক অসামান্য অভিনেতাকে’, ট্যুইটে প্রতিক্রিয়া করণ জোহরের
First published: January 6, 2017, 10:23 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर