#মুম্বই: বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম তারকা নবাব বাড়ির সন্তান সারা আলি খান ৷ তিনি সইফ আলি খান ও অমৃতা সিং-এর মেয়ে ৷ বেশ কয়েকটি ছবি এরই মধ্যে তাঁর মুক্তি পেয়েছে ৷ নিজস্ব একটি গণ্ডি তৈরি করেছেন তিনি ৷ এই মুহূর্তে ভক্ত সংখ্যা মোটেও কম নয় সারার ৷ কেদারনাথ ও সিম্বার পরে বর্তমানে তিনি কুলি নম্বর ওয়ান এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ৷
তিনি যেখানেই যান সেখানেই ঝড় তোলেন ৷ রণবীর সিং-এর সঙ্গে সিম্বা ছবিতে তাঁকে অল্প সময়ের জন্য দেখতে পাওয়া গিয়েছে ৷ তারপরে কেদারনাথে তিনি আলাদা করে সেই পরিচয়কে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷
সারা ম্যাম সারা উত্তর দিয়েছেন ভাল , সারাও তাঁদের কুশল খবর নিয়েছেন ৷ এরই মাঝে সারা কাছে এগিয়ে এসেছিলেন এক ভক্ত সারার হাতের দিকে হাত বাড়িয়ে খেতে চেয়েছিলেন চুমুও ৷ সারা তাঁর হাত সরিয়ে নিয়েছিলেন ৷ মুহূর্তের মধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
View this post on Instagram#saraalikhan snapped at her pilates class today. One of the fans tried to kiss her hand. Not so easy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amrita Singh, Bollywood, Saif Ali khan, Sara Ali Khan, Viral Video