#কলকাতা: ভাইরাল হওয়াটা এখন যেন জলভাত ৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও জাস্ট আপলোড করলেই হল ৷ আর সেই ভিডিও যদি একেবারে নতুন রকমের হয়, তাহলে তো কথাই নেই ৷ রাতারাতি একেবারে সেলিব্রিটি ৷ ঠিক যেমন ঘটল রাণু মণ্ডলের সঙ্গে ৷ ভাইরাল হয়ে একেবারে রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউডের রেকর্ড রুমে ৷ তারপর তো গোটা ব্যাপারটাই রোজ খবরের শিরোনামে ৷ রোজই রাণুকে নিয়ে উত্তাল দেশ ও দশের মিডিয়া ৷
তবে এবার আর রাণু মণ্ডল নয় ৷ বরং এক দল বাচ্চা রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বড় বড় গায়কদের ৷ যা শুনে আপনিও হতবাক হয়ে উঠতে পারেন ৷ সুফি ঘরানার মতো কঠিন গান একেবারে অবলীলায় গেয়ে ফেলল এক দল বাচ্চারা ৷ বাচ্চাদের এই ভিডিও সোশ্যাল সাইটে উঠতেই একেবারে ভাইরাল ৷
দেখে নিন সেই ভিডিও---