গোটা বিশ্বে করোনা ত্রাস! করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক-কে অত্যাবশ্যক বলে জানিয়েছেন চিকিৎসক-গবেষক-বিজ্ঞানিরা! বাড়ির বাইরে পা দেওয়া মানেই পরতে হবে মাস্ক! কিন্তু দেশে মাস্কের আকাল! মাস্ক প্রায় মিলছে না-ই বললে চলে! শুরু হয়েছে কালোবাজারি! এই পরিস্থিতিতে সবাই কোনও না কোনওভাবে হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়েই মাস্ক বানানোর চেষ্টা করছেন! কেউ বা টি-শার্ট কেটে, কাউ বা শাড়ি, গামছা কেটে মাস্ক বানাচ্ছেন !
তবে সবথেকে অভিনব উপায়ে মাস্ক বানালেন হলিউডি অভিনেত্রী, কমেডিয়ান, লেখিকা, সমাজকর্মী চেলসি হ্যান্ডলার! তিনি অন্তর্বাস দিয়ে বানালেন মাস্ক। লকডাউনে বাড়িতে বসে বসে কীভাবে অন্তর্বাস দিয়ে মাস্ক বানানো যায়, ধাপে ধাপে তা শেখালেনও ফ্যানেদের। মাস্ক বানানোর ভিডিওটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও!
View this post on InstagramWith masks in short supply, we have to take matters into our own hands. Men included. #corona #diy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bra mask, Chelsea Handler