Home /News /entertainment /

‘একটা দুর্ঘটনা আমার থেকে সব কেড়ে নিল’: চন্দ্রচূড় সিং

‘একটা দুর্ঘটনা আমার থেকে সব কেড়ে নিল’: চন্দ্রচূড় সিং

তেরে মেরে স্বপ্ন ছবি থেকে বলিউডে পা রেখে, গুলজারের মাচিশ ছবিতে আলাদা করে নজর কাড়েন চন্দ্রচূড় ৷

 • Share this:

  #মুম্বই: কয়েক দিন আগে সংবাদমাধ্যমের সামনে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী ৷ কীভাবে তাঁর এক গাড়ি দুর্ঘটনা তাঁর জীবন আমুল পাল্টে দিয়েছে, সিনেমারপর্দা থেকে দূরে করে দিয়েছে, তা স্পষ্টই জানিয়ে ছিলেন মহিমা ৷ আর এবার সেই একই সুরেই কথা বললেন অভিনেতা চন্দ্রচূড় সিং ৷ তেরে মেরে স্বপ্ন ছবি থেকে বলিউডে পা রেখে, গুলজারের মাচিশ ছবিতে আলাদা করে নজর কাড়েন চন্দ্রচূড় ৷ তারপর একে একে বলিউডের দু’একটা কমার্শিয়াল ছবিতে অভিনয় করলেও, আজকে সিনেমার পর্দা থেকে একেবারেই গায়েব তিনি ৷ হঠাৎ এমন কী হলো, যার কারণে চন্দ্রচূড় একেবারেই গায়েব হয়ে গেলেন? সম্প্রতি সংবাদমাধ্যমে চন্দ্রচূড় জানিয়েছেন, ‘গোয়াতে ২০০০ সালে এক দুর্ঘটনা আমার জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে ৷ এই দুর্ঘটনায় আমি গুরুতর চোট পাই কাঁধে ৷ এখনও কাঁধের হাড় ঠিক হয়নি ৷ সেই সময়, শ্যুটিং করতেই গেলেই প্রচণ্ড ব্যথা হতো ৷ কাজ করতে পারতাম না৷ অপারেশনের পর এখনও ঠিক হয়নি কাঁধের হাড় ৷ চিকিৎসকরা বিশ্রাম নিতে বলতেন ৷ এই কারণেই ধীরে ধীরে সিনেমা থেকে দূরে যেতে থাকি !’ ফের সিনেমায় ফিরছেন তিনি ৷ তবে এবার বড়পর্দায় নয়, বরং সুস্মিতা সেনের সঙ্গে জুটি বেঁধে ওয়েব সিরিজ ‘আর্য’-তে দেখা যাবে তাঁকে ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Accident, Bollywood, Chandrachur Singh, News

  পরবর্তী খবর