হোম /খবর /বিনোদন /
চঞ্চল-নচিকেতার যুগলবন্দি! 'সাদা সাদা কালা কালা' শুনে ফের আপ্লুত দুই বাংলা

Chanchal Chowdhury-Nachiketa Chaktaborty: চঞ্চল-নচিকেতার যুগলবন্দি! 'সাদা সাদা কালা কালা' শুনে ফের আপ্লুত দুই বাংলা

Chanchal Chowdhury-Nachiketa Chaktaborty: চঞ্চলের সঙ্গে গলা মেলালেন নচিকেতা। দুই শিল্পীর মুখেই উজ্জ্বল হাসি।

  • Share this:

কলকাতা: এমন যুগলবন্দিও যে হতে পারে, তা বোধ হয় কেউ আশা করেননি। কিন্তু বসন্তের শহর উপহার নতুন করে উপহার পেল সেই গান। সৌজন্যে দুই বাংলার দুই শিল্পী। নচিকেতা চক্রবর্তী এবং চঞ্চল চৌধুরী। একসঙ্গে গান গাইলেন তাঁরা। লেন্সবন্দি হল সেই মুহূর্তেরা।

শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন চঞ্চল। সেখানে দেখা যাচ্ছে গলা ছেড়ে 'সাদা সাদা কালা কালা' গান ধরেছেন অভিনেতা। হারমোনিয়ামে অভিনেতাকে সঙ্গত করছেন তাঁর বন্ধু। তাঁদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন নচিকেতা। চঞ্চলের সঙ্গে গলা মেলালেন তিনিও। দুই শিল্পীর মুখেই উজ্জ্বল হাসি।

 

এই ভিডিওটি দিয়ে চঞ্চল লিখেছেন, 'পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম….বাকিটা ইতিহাস….স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি….'

আরও পড়ুন: '৭৫ থেকে ৮০% শট আমার পরিচালনায়...', ‘ডাকঘর’ বিতর্কে বিস্ফোরক ১ম পরিচালক অভিষেক

এখানেই থেমে থাকেননি চঞ্চল। তিনি আরও লেখেন, 'আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।'

মুক্তির পর থেকেই 'হাওয়া' নিয়ে কলকাতায় উন্মাদনা ছিল তুঙ্গে। শহরে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্য লাইন ছিল দেখার মতো। কয়েক মাস আগেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও 'সাদা সাদা কালা কালা' গেয়েছিলেন চঞ্চল।

Published by:Sanchari Kar
First published: