#মুম্বই: ডিআরডিও গেস্ট হাউসে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। সকাল থেকে মুখোমুখি জেরা করা হচ্ছে নীরজ সিং, দীপেশ সওয়ান্ত ও সিদ্ধার্থ পিঠানিকে। আর্থিক বিষয় নিয়ে খুঁটিয়ে জেরা করা হয়েছে সৌভিককে। ইউরোপ ট্রিপ নিয়েও প্রশ্ন করা হচ্ছে তাঁকে। সুশান্ত ও রিয়ার দুটি কোম্পানির সৌভিক জয়েন্ট ডিরেক্টর।
সেই সংস্থায় কী কাজ হতো, লাভের অংশ কেমন ছিল, লগ্নি কার ছিল, করা হচ্ছে এই সব প্রশ্ন। পাশাপাশি সিবিআই-এর একটি টিম গিয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে। এখানে সুশান্তের account ছিল।
তাঁর transaction, টাকা তোলা কোন কোন সময় হয়েছে। সেলফ চেক, atm কতবার ব্যবহার করা হয়েছে সে সব খুঁটিয়ে দেখা হচ্ছে। সিবিআই-এর অপর একটি টিম গিয়েছে ওয়াটারস্টোন গেস্ট হাউসে। এখানে ইউরোপ থেকে ফেরার পর দু মাস ছিলেন রিয়া-সুশান্ত। এখানে চলছিল সুশান্তের স্পিরিচুয়াল ট্রিটমেন্ট।
শেষ পাওয়া খবর অনুযায়ী, নীরাজ সিং, দীপেশ সওয়ান্ত ও সিদ্ধার্থ পিঠানির দেওয়া বয়ানে রয়েছে প্রচুর অসঙ্গতি ৷ অফিসারদের তাঁরা জানিয়েছে, গোটা ঘটনায় মানসিক চাপে থাকায় বয়ানে এধরনের অসঙ্গতি হয়েছে ৷
অন্যদিকে, কুপার হাসপাতালও পরিদর্শন করেন সিবিআই টিম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput