corona virus btn
corona virus btn
Loading

সুশান্তের ম্যানেজার স্যামুয়েলকে বার বার ফোন রিয়ার ! সিবিআইয়ের হাতে এল চাঞ্চল্যকর তথ্য

সুশান্তের ম্যানেজার স্যামুয়েলকে বার বার ফোন রিয়ার ! সিবিআইয়ের হাতে এল চাঞ্চল্যকর তথ্য

তদন্ত করতে গিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য এল সিবিআইয়ের হাতে।

  • Share this:

#মুম্বই: জুনের ১৪ তারিখ নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ২ মাস কেটে গিয়েছে এই ঘটনার। বলিউডের সেলেব সহ গোটা দেশ জানতে চায় সুশান্তের মৃত্যুর আসল কারণ। তাঁর এই আত্মহত্যার পিছনে গভীর চক্রান্ত আছে, এমনটাই মনে করেন সকলে। কঙ্গনা রানাওয়াত, শেখর সুমন, মনোজ বাজপেয়ী, নানা পটেকরের মতো বলি সেলেবরা এই মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ।সুশান্তের মৃত্যুর জন্য পরোক্ষ ভাবে দায়ী করা হয়েছিল বলিউডের নেপোটিজমকে। উঠে এসেছিল করণ জোহর, মহেশ ভাট, সলমন খান সহ বলিউডের বেশ কিছু সেলেবের নাম। তবে এখন পুরো তদন্তের গতি অন্যদিকে। সুশান্তের প্রেমিকা রিয়ার দিকেই সকলের নজর। সিবিআই তদন্তও শুরু হয়েছে।

তদন্ত করতে গিয়ে ফের চাঞ্চল্য কর তথ্য এল সিবিআইয়ের হাতে। সুশান্তের তৎকালীন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা দেখভাল করতেন অভিনেতার  যাবতীয় টাকা পয়সার হিসেব। ব্যাঙ্কের তথ্য থেকে ঘর চালানোর হিসেব থাকতো তাঁর কাছে। সেই স্যামুয়েলকে বহুবার ফোন করেছেন রিয়া। এমনকি সুশান্তের মৃত্যুর পরও বহুবার রিয়ার সঙ্গে কথা হয়েছে স্যামুয়েলের। এই বিষয়টা নজর আসতেই কল লিস্ট বার করে তদন্তের নতুন মোড় খুঁজে পেয়েছে সিবিআই। জেরা করা হবে তাঁদের। কি এমন কথা হয়েছে তাঁদের মধ্যে খতিয়ে দেখবে সিবিআই।

Published by: Piya Banerjee
First published: August 25, 2020, 11:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर