হোম /খবর /বিনোদন /
'আমি যে জলসা ঘরে' গাইলেন কাঠমিস্ত্রী আনন্দ রায় ! নেটিজেনরা বললেন অবিকল মান্না দে

'আমি যে জলসা ঘরে' গাইলেন কাঠমিস্ত্রী আনন্দ রায় ! নেটিজেনরা বললেন অবিকল মান্না দে !

photo source Facebook

photo source Facebook

যিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। কিন্তু তাঁর গলা একেবারে যেন মান্না দে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা:  সোশ্যাল মিডিয়ার সমালোচনা অনেকেই করে থাকেন। অনেকেই বলেন এই সব ফেসবুক এসে ছেলে মেয়েরা উচ্ছন্নে যাচ্ছে। কিন্তু চিন্তা ভাবনা বদলাবার দিন বোধহয় এসে গিয়েছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সব কিছু কিন্তু খারাপ নয়। প্রথমত এটি এমন এক মাধ্যম যেখানে সহজেই পৌঁছনো যায় একে অপরের কাছে। মানুষ মানুষের উপকারেও আসতে পারে এই মাধ্যম থেকে। অনেকে বিনা পয়সায় নিজেদের ব্যবসার অ্যাড করতে পারেন। আর ইউটিউবার কথাটা তো প্রমান করে দিয়েছে কিভাবে বদলে যেতে পারে ভাগ্য। আগেও আপনার প্রতিভা ছিল না এমন নয়। কিন্তু তা নিজের ঘরে বসে অন্যের কাছে পৌঁছে দেওয়া সহজ ছিল না। গান জানলে একটা প্লাটফর্ম আপনার দরকার। নয়তো সে গান পাড়াতেই বা বাড়িতেই সীমাবদ্ধ। সোশ্যাল মিডিয়া এক প্রান্তের মানুষকে আর এক প্রান্তের মানুষের সঙ্গে জুড়েছে।

হ্যাঁ, খারাপ উদাহরণ বা অপব্যবহার অবশ্যই আছে। কিন্তু ভালোটাও আছে। এই যে রানাঘাটের রাণু মন্ডল। সারাটা জীবন হয়ত ভিক্ষে করেই কেটে যেত তাঁর। কিন্তু যে মুহূর্তে একটা গান ভাইরাল হয়েছে, বদলেছে তাঁর ভাগ্য। মানুষ তাঁকে যাই বলুক তাঁর গান তো শুনেছেন। এমন অনেক প্রতিভাই আছে আমাদের দেশে। যা আলোয় আসেনি। তবে আমাদের দেশের শুধু নয় বাংলাদেশের মানুষও আজকাল খুঁজে বার করছেন সুপ্ত প্রতিভাকে।

তেমনই এক শিল্পী আনন্দ রায়। যিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। কিন্তু তাঁর গলা একেবারে যেন মান্না দে। কিংবদন্তী শিল্পী মান্না দের গান কি অনায়াসে গেয়ে ফেলেন তিনি। বাঁশের কাজ করতে করতে গান গাইছেন তিনি। যা ফেসবুকে শেয়ার হতেই ভাইরাল হয়। এই শিল্পীর গান খুঁজে বার করেছেন 'লোকজ টিভি' নামের একটি চ্যানেলের উদ্দোক্তারা। তাঁদের ইউটিউব চ্যানেলে এই ব্যক্তির বেশ কিছু গান রয়েছে। অসাধারণ গায়কীতে মন জয় করেছেন আনন্দ রায়।

Published by:Piya Banerjee
First published:

Tags: Ananda Roy, Manna dey, Viral Video