Home /News /entertainment /
২৫-এ পা, জন্মদিনে চমকে দেবে কোরিয়ান পপ স্টার V-এর জীবনের এই সব তথ্য!

২৫-এ পা, জন্মদিনে চমকে দেবে কোরিয়ান পপ স্টার V-এর জীবনের এই সব তথ্য!

৩০ ডিসেম্বর। ১৯৯৫ সালে আজকের দিনেই দক্ষিণ কোরিয়ার দেইগুর সিও জেলায় জন্মেছিলেন কিম তেহিউং (Kim Taehyung)। কিন্তু দুরন্ত প্রতিভার জেরে অল্পদিনের মধ্যেই গোটা বিশ্বে পরিচিতি লাভ করেন।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ৩০ ডিসেম্বর। ১৯৯৫ সালে আজকের দিনেই দক্ষিণ কোরিয়ার দেইগুর সিও জেলায় জন্মেছিলেন কিম তেহিউং (Kim Taehyung)। কিন্তু দুরন্ত প্রতিভার জেরে অল্পদিনের মধ্যেই গোটা বিশ্বে পরিচিতি লাভ করেন। কিম তেহিউং থেকে হয়ে ওঠেন ভি (V)। শুধু গান নয়, তাঁর দারুণ লুকেও মজেছে বিশ্ববাসী। বর্তমানে ১০০ সুদর্শন পুরুষের তালিকায় রয়েছেন BTS ব্যান্ডের এই জনপ্রিয় গায়ক। আজ ২৫ বছরে পা দিলেন এই পপ সিঙ্গার। আসুন বিশদে জেনে নেওয়া যাক জনপ্রিয় এই গায়ক সম্পর্কে।২০১৩ সালে K-pop ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু কিম তেহিউংয়ের। তাঁর হাত ধরে পথ চলা শুর হয় বয় ব্যান্ড BTS-এর। তবে তার আগে বিগ হিট এন্টারটেইনমেন্ট নামে এক সংস্থায় ট্রেনি হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে এই বিগ হিট এন্টারটেইনমেন্ট-ই BTS লঞ্চ করেছিল। নিজের অনবদ্য প্রতিভার জেরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।ইতিমধ্যেই একাধিক সম্মান ও পুরস্কার এসেছে ভি-এর ঝুলিতে। কোরিয়ান পপ স্টারদের মধ্যে তিনিই প্রথম, যাঁর ছবি দেখানো হয়েছিল দুবাইয়ের তথা বিশ্বের সব চেয়ে লম্বা বিল্ডিং বুর্জ খলিফার (Burj Khalifa) গায়ে। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে কালচারাল মেরিট মেডেলও পান তিনি। উল্লেখ্য, এ ক্ষেত্রে দেশের অন্যতম তরুণ পুরস্কার প্রাপক ছিলেন তিনি।আসলে ভি হল এই তারকার স্টেজের নাম। তবে ভি ছাড়াও একাধিক নাম রয়েছে কিম তেহিউংয়ের। এ ক্ষেত্রে কিমের পরিবারের লোকজন ও বন্ধুরা তাঁকে বেবি বিয়ার, গুচি বয়, সিক্রটে উইপন, টে টে, CGV, বেবি লায়ন-সহ একাধিক নামে ডাকেন। বেশ কয়েকটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সিঙ্গল রয়েছেন ভি। তবে তাঁর সম্পর্ক নিয়েও একাধিক জল্পনা রয়েছে। ২০১৮ সালে ভি-এর সম্পর্ক নিয়ে জোরদার গুঞ্জন শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, কোনও এক ফ্যানকে ডেটিং করছেন তিনি। পরে অবশ্য জানা যায়, তাঁরা শুধুমাত্র বন্ধু।তবে ভি এখন শুধুমাত্র একজন গায়ক নন। অভিনয়ের জগতেও কাজ শুরু করেছেন তিনি। প্রসঙ্গত, বয় ব্যান্ডের সমস্ত সদস্যের মধ্যে ভি-এর প্রিয় বন্ধু হলেন জিমিন (Jimin)। এঁরা দুজনেই প্রায় একই বয়সী। ভি-এর থেকে মাত্র কয়েক মাসের বড় জিমিন। জিমিন ছাড়াও গ্রুপের কনিষ্ঠতম সদস্য জাংকুকের (Jungkook) সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ভি-এর।

বর্তমানে, ২০২০ কোরিয়ান পপ আর্টিস্টদের মোস্ট হ্যান্ডসাম ফেসের তালিকার শীর্ষে রয়েছেন ভি। এর পাশাপাশি বছরের সেরা সুদর্শন ১০০ পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এ ক্ষেত্রে প্রথমে রয়েছেন ইউটিউবার পিউডাইপাই (PewDiePie)।

Published by:Akash Misra
First published: