#লস অ্যাঞ্জেলেস: পিরিয়ড রোম্যান্স সিরিজ ব্রিজিটনের (Bridgerton) হাত ধরে বর্তমানে খ্যাতির শীর্ষে রয়েছেন রেগে জঁ পেইজ (Rege-Jean Page)। ২৫ ডিসেম্বর Netflix-এ সিরিজটি আসার পর থেকেই তাঁর অভিনয়ে উচ্ছ্বসিত ফ্যানেরা। এবার তাঁকে জেমস বন্ডের চরিত্রে দেখতে চান পেইজের প্রশংসকরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে দীর্ঘ ভার্চুয়াল কাস্টিং। কিন্তু এই আইকনিক চরিত্রে অভিনয় নিয়ে কী বললেন অভিনেতা পেইজ? সত্যিই কি তিনি অভিনয় করছেন জেমস বন্ডের চরিত্রে? জেনে নেওয়া যাক! ইতিমধ্যেই ডিউক অফ হেস্টিংস সিমন বাসেটের ভূমিকায় নজর কেড়েছেন অভিনেতা রেগে জঁ পেইজ। Netflix -এ সিরিজটি রিলিজ করার পর থেকেই উচ্চ প্রশংসিত হয়েছে পেইজের অভিনয়। রীতিমতো গ্লোবাল হার্টথ্রব হয়ে উঠেছেন তিনি। এর মাঝেই তাঁর জেমস বন্ডের ভূমিকায় অভিনয় নিয়ে গুজব রটে যায়। এক্ষেত্রে ব্রিটিশ স্টার ড্যানিয়েল ক্রেগের (Daniel Craig) জায়গায় পেইজের নাম প্রস্তাব করতে শুরু করেন পেইজের প্রশংসকরা। শেষমেশ যাবতীয় জল্পনার অবসান ঘটালেন অভিনেতা স্বয়ং। 007-এর চরিত্রে অভিনয় করার গুজব নিয়ে জিমি ফ্যালনের (Jimmy Fallon) দ্য টুনাইট'স শো (The Tonight's Show) অনুষ্ঠানে খোলামেলা উত্তর দিলেন পেইজ। তিনি জানান, মানুষজনের তাঁকে নিয়ে এই প্রত্যাশা স্বাভাবিক ভাবেই আনন্দ দিয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়ে যায় যে তা উপেক্ষা করা যায় না। সেই সূত্রে এই ধরনের ইতিবাচক প্রশংসা কাজে উৎসাহ জোগায়। এটা সত্যিই আনন্দের বিষয় যে, মানুষজন তাঁকে তাঁদের পছন্দের চরিত্র বন্ডের ভূমিকায় দেখতে চান। তবে মাথায় রাখতে হবে এটি একটি সোশ্যাল মিডিয়া কাস্টিং। এর কোনও ভিত্তি নেই। তাঁর কথায়, ব্যাপারটা অনেকটা মেরিট ব্যাজ পাওয়ার মতো। মানুষজন ভালোবাসেন, তাই একথা বলেছেন। এ নিয়ে জল্পনার কোনও জায়গা নেই। প্রসঙ্গত, জুলিয়া কুইনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ব্রিজিটন (Bridgerton)। এই সিরিজের প্রযোজনা করেন শোন্ডা রাইমস (Shonda Rhimes)। উল্লেখ্য, গ্রে'স অ্যানাটমি (Grey's Anatomy) ও স্ক্যান্ডাল (Scandal) নামে দু'টি টেলি শো-এর জন্য আগেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন শোন্ডা রাইমস। রিজেন্সি এরা অর্থাৎ ইংল্যান্ডের তৎকালীন রাজা-রানিদের আমলে গড়ে উঠেছে এই গল্পের প্লট। সেই সময়কার উচ্চবংশীয় সমাজ, তাদের রীতিনীতির প্রেক্ষাপটেই আবর্তিত হয়েছে গল্প। গত বছর অর্থাৎ ২০২০ সালের ২৫ ডিসেম্বর এই সিরিজের প্রথম এপিসোড রিলিজ করে। প্রথম পর্বে ব্রিজিটন কন্যা ড্যাফেন ও সিমন বাসেটের (রেগে জঁ পেইজের) মধ্যে রোম্যান্স ও বিয়ের গল্পকে দেখানো হয়েছে।