#মুম্বই: ধীরে ধীরে আনলক ৪ এর দিকে এগোচ্ছে গোটা দেশ। এই মাসের ৭ তারিখ থেকে শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ২১ সে সেপ্টেম্বরের পর থেকে কনটেইনমেন্ট জোন বাদ দিয়ে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র।
সবই যখন স্বাভাবিকের পথে এগোচ্ছে তখন সিনেমা হল গুলোকে ছাড় দেওয়ার পক্ষে এবার সরকারের কাছে তাঁদের আবেদন রাখলেন 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'। এই সংগঠনের মাধ্যমে প্রযোজক, এক্সিবিটর ও হল মালিক সবাই মিলিত ভাবে তাঁদের আবেদন জানান।
একই আবেদন নিয়ে এদের পক্ষে এবার এগিয়ে এলেন বনি কাপুর। দুদিন আগে ৩০ অগাস্ট তিনি একটি টুইট করেন এবং সেই টুইটে একটি ছবি পোস্ট করেন বনি।একটি 70 mm স্ক্রিন, তাতে লেখা আছে- 'সেভ মুভি থিয়েট্রেস সেভ সিনেমা'।
প্রসঙ্গত, গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স গুলো। হিসেব মতন এখনো অবধি ১০০০ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।এই ইন্ডাস্ট্রির সঙ্গে বহু মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে যা এখন প্রশ্নের মুখে। হল কবে খুলবে, সেই আশঙ্কা থেকেই অনেক প্রযোজক ছবিতে টাকা ঢালার আগে দুবার ভাবছেন।কিছুদিন আগেই একটি সমীক্ষা করা হয় এবং তাতে দেখা যায় প্রায় ৭৩ % মানুষ এখনও হলমুখী হতে নারাজ।
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।