Home /News /entertainment /
শ্রী-কে শেষ বিদায় বনির, রামেশ্বরমের পর হরিদ্বারে শ্রী-য়ের অস্থি বিসর্জন

শ্রী-কে শেষ বিদায় বনির, রামেশ্বরমের পর হরিদ্বারে শ্রী-য়ের অস্থি বিসর্জন

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

‘আমি আমার বন্ধু, ভালোবাসা ও মেয়েদের মাকে হারালাম ৷ আমার জীবন থেকে আমার জান চলে গেল !’

 • Share this:

  #মুম্বই: ‘আমি আমার বন্ধু, ভালোবাসা ও মেয়েদের মাকে হারালাম ৷ আমার জীবন থেকে আমার জান চলে গেল !’ শ্রীদেবীর মৃত্যুর পর ঠিক এই শব্দেই নিজের দুঃখকে তুলে ধরেছিলেন বনি কাপুর ৷ ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এক লম্বা লেখা ৷ আর এখন স্ত্রীয়ের শেষ ইচ্ছে পূরণেই ব্যস্ত রয়েছেন বনি ৷

  বনি কাপুর জানিয়ে ছিলেন, শ্রীদেবী নাকি একবার কথায় কথায় জানিয়ে ছিলেন, তাঁর মৃত্যুর পর অস্থির কিছুটা অংশ যেন ভাসানো হয় রামেশ্বরমে ৷ আর বাকি অংশটা হরিদ্বারে ৷ বনি কাপুর পূরণ করলেন সেই ইচ্ছেটাই ৷ কয়েকদিন আগে রামেশ্বরমে পৌঁছে বিসর্জন দিলেন শ্রীদেবীর অস্থির কিছু অংশ ৷ আর সম্প্রতি বাকি অস্থির অংশ গঙ্গায় বিসর্জন দেওয়ার পর হরিদ্বারের ভিআইপি ঘাটে একটি পুজোর আয়োজন করেন বনি ৷ আর সেই উদ্দেশ্যেই বৃহস্পতিবার সকালে হরিদ্বারের পথে বনি কাপুর, অনিল কাপুর, মণীশ মালহোত্রা, অমর সিং-সহ, কাপুর পরিবারের প্রায় সবাই রওনা দেন ৷ তবে এই পুজোয় অংশ নেননি শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি ৷ ছিলেন না অর্জুন কাপুর ও অনুশূলা কাপুরও ৷

  জানা গিয়েছে, ১৬ মার্চ রামেশ্বরমে শ্রীদেবীর আত্মার শান্তি কামনায় বিশেষ পুজোর অনুষ্ঠান করা হবে ৷

  First published:

  Tags: Bollywood, Sridevi

  পরবর্তী খবর