#মুম্বই: অবশেষে মুক্তি পেল 'সন্দীপ অওর পিঙ্কি ফারার' -এর ফার্স্ট লুক। এই ছবিতে এক সঙ্গে দেখা যেতে চলেছে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়াকে। এই ছবিতে দুজনে দুজনের পারফেক্ট ক্রাইম পার্টনার। এই ছবি মুক্তি পাবে মার্চের ২০ তারিখ। এই ছবির পোস্টার শেয়ার করলেন নায়ক-নায়িকা দুজনেই। ছবিটি পরিচালনা করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। অর্জুন কাপুর শেয়ার করেছেন পরিণীতি ওরফে সন্দীপ কৌরের ছবি। ছবি শেয়ার করে লিখেছেন, আমার সব ক্রাইমের সঙ্গীর ছবি পোস্ট করলাম। একই কথা লিখেছেন নায়িকাও। 'ইস্কজাদে'তে এক সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল এই দুই অভিনেতাকে। তারপর আবার তাঁদের এক সঙ্গে দেখা যেতে চলেছে। পরিচালক জানিয়েছেন, " এই ছবি এক মজার গল্প বলবে। দুজনের অভিনয় দেখার মতো হবে। অনেক দিন পর মনে হচ্ছে আমি আবার নতুন করে ছবির কাজ করা শুরু করলাম।" এই ছবি নিয়ে এখন মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun kapoor, Bollywood, Parineeti Chopra