#মুম্বই: করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই চারহাত এক করে ফেললেন বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম (Yami Gautam)। বলিউডের পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন তাঁরা। নিজের বিয়ের একটি ছবি ইয়ািম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আদিত্য বলিউডে শেষ পরিচালনা করেছেন ভিকি কৌশলের উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিটি। সেখানে ইয়ামিকেও দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন ইয়ামি। আদিত্যর হাতে হাত রেখে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন তাঁরা। ছবির ক্যাপশনে ইয়ামি লিখেছেন, 'আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি। এই বন্ধুত্ব ও ভালোবাসার যাত্রাপথে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভাকামনা চাই। ভালোবাসা, ইয়ামি ও আদিত্য।'
View this post on Instagram
ইয়ামির বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে তাঁর ভক্তমহলে। কোথায় বিয়ে করেছেন তাঁরা তা অবশ্য ইয়ামি এখনও জানাননি। বিয়ের সাবেকি সাজে, মেরুন রঙা শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন ইয়ামি। আদিত্যকে দেখা গিয়েছে সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে। সোশ্যাল মিডিয়ায় ইয়ামির ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে সেগুলি।
কাজের দিক থেকে ইয়ামিকে সামনেই দেখা যাবে একটি ডিজিটাল ছবি 'আ থার্সডে'-তে। নয়না নামের এক স্কুল শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ইয়ামিকে। এই ছবিতে আরও রয়েছেন নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি ও মায়া সারাও। 'ভিকি ডোনর' ছবিতে আয়ুষ্মানের সঙ্গে বলিউডে পা রেখেছিলেন ইয়ামি। তার পর বলিউডের নানা ছবিতে কাজ করে দর্শকের জনপ্রিয়তা অর্জন করেছেন নায়িকা। হৃত্বিক রোশনের সঙ্গে কাবিল ও বরুণ ধাওয়ানের সঙ্গে বদলাপুর তার অন্যতম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Yami Gautam