#মুম্বই: সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনে ঘরে বন্দি রয়েছেন বলি থেকে টলির সেলেবরা। তাঁদের মধ্যে কেউ করছেন বাড়ির কাজ। আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। দীপিকা আর রণবীর সিং এই লকডাউনে চুটিয়ে করছেন প্রেম। এমনিতে সারা বছর কাজের চাপে সময় আর কাটানো হয় কই! এক সঙ্গে সময় কাটানোর এই সুযোগকে উপভোগ করছেন দুজনেই।
বাড়িতেই রয়েছেন তাঁরা। তবে রণবীর বেশ কিছুটা সময় ঘুমিয়েই কাটাচ্ছেন। রণবীরের কপালে 'হাসব্যান্ড' লিখলেন দীপিকা। এই ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, "করোনাতে আটকে থেকে এই সব করি।" যদিও রণবীর নিশ্চিন্তে ঘুমিয়েই আছেন। এই ছবি শেয়ার হতেই কয়েক লক্ষ লাইক ও কমেন্টে ভরে যায় ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Deepika padukone, Ranveer Singh