হোম /খবর /বিনোদন /
পাশে ছোট্ট সারা ! সইফের সঙ্গে এই মহিলা কে জানেন ? ভাইরাল ছবি

পাশে ছোট্ট সারা ! সইফের সঙ্গে এই মহিলা কে জানেন ? ভাইরাল ছবি

photo source Instagram

photo source Instagram

সেই সময় সইফ দুই সন্তানের বাবা। করছেন চুটিয়ে প্রেম !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সইফ নিজের থেকে বয়সে প্রায় বছর দশেকের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন বাড়ির অমতে। তাঁদের একটি ছেলে ও মেয়ে সন্তানও আছে। সারা আলি খান ও ইব্রাহিম। সারা এখন বলিউডের নতুন নক্ষত্রদের মধ্যে সবচেয়ে দক্ষ অভিনেত্রী। ইব্রাহিম এখনও বলিউডে ডেবিউ করেননি। তবে অমৃতার সঙ্গে ডিভোর্সের পর সইফ ভালবেসে বিয়ে করেন করিনা কাপুরকে। তৈমুর তাঁদের মিষ্টি ছেলে।

তবে সইফ এর মাঝ খানে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত চুটিয়ে প্রেম করেছিলেন ইটালিয়ান মডেল রোজা ক্যাটালিনোর সঙ্গে। সেই সময় সইফ দুই সন্তানের বাবা। তখন চুটিয়ে প্রেম করছেন রোজার সঙ্গে। তখন সইফের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত রোজাকে। রোজা 'দেশ দ্রোহি' ছবিতে রোজা একটি আইটেম সং করেছিলেন। এর পর যদিও তাঁদের সর্ম্পক বেশি দূর এগোয়নি। তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে সারা ও রোজাকে সঙ্গে নিয়ে 'ডন' ছবির প্রেমিয়ারে গিয়েছেন সইফ।

Published by:Piya Banerjee
First published:

Tags: Kareena Kapoor Khan, Saif Ali khan, Sara Ali Khan