#মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক অজয় দেবগন, একাধিক সুপাহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ অজয় দেবগনের বাবা বীরু দেবগন ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় পরিচালক ৷ অ্যাকশনে ভরপুর ছবি নির্মাণে তাঁর জুড়ি মেলাভার ছিল ৷ সম্প্রতি অজয় দেবগনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ টিভি শো ইয়ারি কী বারাত এ একটি পর্বের একটি ক্লিপ ৷ অভিষেক বচ্চন ও সঞ্জয় দত্ত একটি আলাদা শো-তে উপস্থিত ছিলেন সঞ্চালনা করেছেন সাজিদ খান, রিতেশ দেশমুখকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ভিডিও-র ক্লিপে দেখতে পাওয়া গিয়েছে রীতেশের একটি প্রশ্নে উত্তরে অজয় জানিয়েছেন তাঁর সঙ্গে লড়াই হয়েছিল ৷
That’s another major tribute for #VeeruDevgn ji @ajaydevgn
What a story, when Ajay Devgn was attacked by a crowd of 1000 and his dad took them all heads on!!! pic.twitter.com/YMps1OkgQN — Joginder Tuteja (@Tutejajoginder) May 28, 2019
অনেক বার তাঁদের মধ্যে লড়াই হয়েছিল ৷ একটি দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে যেখানে ২৫ জন মিলে তাঁকে টার্গেট করেছেন, এমনটাই জানিয়ছেন অজয় দেবগন ৷ এরপরে সাজিদ খান পুরো ঘটনাটি জানিয়েছেন ৷ এই ঘটনাটির সময় অজয়ও সাজিদ খানের সঙ্গে ছিল ৷ সাজিদ খান জানিয়েছেন অজয়ের সঙ্গে একটি ফাইট জিপ ছিল যা করে সবাই ঘুরতেন ৷ একবার হলিডে হোটেলের পাশে একটি ছোট্ট গলি ছিল ৷ যেখানে ঘুড়ির পিছনে ছুটতে ছুটতে কোথা থেকে কোথায় চলে গিয়েছিল একটি ছেলে ৷ সেই সময়েই জিপ গতিবেগে ছিল ৷
ঠিক সময়ে ব্রেক কষতেই কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ কোনও রকমের চোট লাগেনি কিন্তু সেই বাচ্চাটি ভয় পেয়ে কেঁদেছিল ৷ এরপরেই এক এক করে লোকের ভিড় হতে থাকে অজয় দেবগন ও সাজিদ খানকে ঘিরে ফেলা হয়েছিল ৷ এই ঘটনাটি অজয়ের বাবা জানতে পেরেছিলেন, তিনি ২৫০ ফাইটার নিয়ে সেই জায়গায় পৌঁছেছিলেন ৷ ছবিতে যেমন হয়ে থাকে বিষয়টি ৷ এমনই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে তখন ৷ বীরু দেবগন সেখানে রুদ্রমূর্তি ধরে বলেছিলেন কার এমন সাহস যে আমার ছেলের গায়ে হাত দিয়েছে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan