#মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক অজয় দেবগন, একাধিক সুপাহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ অজয় দেবগনের বাবা বীরু দেবগন ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় পরিচালক ৷ অ্যাকশনে ভরপুর ছবি নির্মাণে তাঁর জুড়ি মেলাভার ছিল ৷ সম্প্রতি অজয় দেবগনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ টিভি শো ইয়ারি কী বারাত এ একটি পর্বের একটি ক্লিপ ৷ অভিষেক বচ্চন ও সঞ্জয় দত্ত একটি আলাদা শো-তে উপস্থিত ছিলেন সঞ্চালনা করেছেন সাজিদ খান, রিতেশ দেশমুখকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ভিডিও-র ক্লিপে দেখতে পাওয়া গিয়েছে রীতেশের একটি প্রশ্নে উত্তরে অজয় জানিয়েছেন তাঁর সঙ্গে লড়াই হয়েছিল ৷
That’s another major tribute for #VeeruDevgn ji @ajaydevgn
What a story, when Ajay Devgn was attacked by a crowd of 1000 and his dad took them all heads on!!! pic.twitter.com/YMps1OkgQN— Joginder Tuteja (@Tutejajoginder) May 28, 2019
অনেক বার তাঁদের মধ্যে লড়াই হয়েছিল ৷ একটি দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে যেখানে ২৫ জন মিলে তাঁকে টার্গেট করেছেন, এমনটাই জানিয়ছেন অজয় দেবগন ৷ এরপরে সাজিদ খান পুরো ঘটনাটি জানিয়েছেন ৷ এই ঘটনাটির সময় অজয়ও সাজিদ খানের সঙ্গে ছিল ৷ সাজিদ খান জানিয়েছেন অজয়ের সঙ্গে একটি ফাইট জিপ ছিল যা করে সবাই ঘুরতেন ৷ একবার হলিডে হোটেলের পাশে একটি ছোট্ট গলি ছিল ৷ যেখানে ঘুড়ির পিছনে ছুটতে ছুটতে কোথা থেকে কোথায় চলে গিয়েছিল একটি ছেলে ৷ সেই সময়েই জিপ গতিবেগে ছিল ৷
ঠিক সময়ে ব্রেক কষতেই কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ কোনও রকমের চোট লাগেনি কিন্তু সেই বাচ্চাটি ভয় পেয়ে কেঁদেছিল ৷ এরপরেই এক এক করে লোকের ভিড় হতে থাকে অজয় দেবগন ও সাজিদ খানকে ঘিরে ফেলা হয়েছিল ৷ এই ঘটনাটি অজয়ের বাবা জানতে পেরেছিলেন, তিনি ২৫০ ফাইটার নিয়ে সেই জায়গায় পৌঁছেছিলেন ৷ ছবিতে যেমন হয়ে থাকে বিষয়টি ৷ এমনই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে তখন ৷ বীরু দেবগন সেখানে রুদ্রমূর্তি ধরে বলেছিলেন কার এমন সাহস যে আমার ছেলের গায়ে হাত দিয়েছে?