Home /News /entertainment /
টিউশন পড়ানোর টাকা জমিয়ে যে দিন প্রথম বাইক কিনেছিলেন সুশান্ত...সে দিন...

টিউশন পড়ানোর টাকা জমিয়ে যে দিন প্রথম বাইক কিনেছিলেন সুশান্ত...সে দিন...

ইঞ্জিনিয়ারিংয়ের টিউশন পড়াতেন । সেই টাকা জমিয়ে একদিন কিনে ফেললেন স্বপ্নের পক্ষীরাজটা ।

 • Share this:

  #মুম্বই: একের পর এক ভেসে আসছে পুরনো স্মৃতি, সুশান্তের না পূরণ হওয়া সব শখ, সোশ্যাল মিডিয়া ভরে উঠছে সকলের স্মৃতিচারণায় । তাঁর সেই সংক্রামক হাসিটার কথা বলছেন সকলেই । ‘এম এস ধোনি’-তে হার না মানা সেই শক্ত চোয়াল, ‘ছিঁছোড়ে’-তে জীবনকে ভালবাসার গল্প, হঠাৎই যেন ‘কাই পো চে’-র মতো ভোঁ কাট্টা হয়ে গিয়েছে । মানুষ চলে যায়...কিন্তু রয়ে যায় তাঁর কথা, তাঁর কাজ, তাঁর সঙ্গে কাটানো পুরনো আনন্দঘন মুহূর্তরা । ২০১৩ সালে বড় পর্দায় পা । তারপর মাত্র ১০টা ছবি ভরলেন ঝুলিতে । এরপরেই সব শেষ । শেষ ছবি মুক্তি পেয়েছিল ‘ছিঁছোড়ে’ । ছবি জুড়ে শুধুই জীবনকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরার গল্প । আত্মহত্যার বিরুদ্ধে জীবনকে উদযাপন করার কাহিনী । তবু সেই নায়ককে এ ভাবে চলে যেতে হল ।

  সুশান্তের এই জার্নি কিন্তু সহজ ছিল না । প্রতি পদক্ষেপে অনেকে স্ট্রাগল করতে হয়েছে তাঁকে । ইঞ্জিয়ারিং ছেড়ে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে এসেছিলেন সুশান্ত । মেধাবী ছাত্র পড়াশোনা ছাড়লেন মাঝপথেই । আর তারপর নিজের একের পর এক স্বপ্নের পিছনে দৌড়ে যাওয়া । বাইক ছিল খুব পছন্দের । যখন কলেজে পড়ছেন, তখনই প্রথম সেই শখ পূরণ করেছিলেন । ইঞ্জিনিয়ারিংয়ের টিউশন পড়াতেন । সেই টাকা জমিয়ে একদিন কিনে ফেললেন স্বপ্নের পক্ষীরাজটা । নিজের উপার্জিত টাকায় কেনা প্রথম বাইকে চড়ে সে দিন তাঁর মুখে ছিল অনাবিল আনন্দ... আর অপরিসীম তৃপ্তি ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Bike, Sushant singh Rajput

  পরবর্তী খবর