#মুম্বই: দু’সপ্তাহ পরেও তিনিই বারবার আসছেন ঘুরে ফিরে । তাঁর ফেলে যাওয়া স্মৃতি, তাঁর কাজ, তাঁর অভিনয়, আর অকস্মাৎ আত্মহত্যার রহস্য থেকে এখনও বেরতে পারছেন না সুশান্তের ভক্তরা ।
গত ১৪ জুন নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত । মৃত্যুর আগেও ইনস্টাগ্রামে সুশান্তের শেষ পোস্ট ছিল মা’কে নিয়ে । বেশ কয়েকবছর আগেই হারিয়েছিলেন মা’কে । কিন্তু তাঁকে খুবই মিস করতেন অভিনেতা । সুশান্তের কাছে তাঁর নামের অর্থ একবার জিজ্ঞাসা করেছিলেন এক ভক্ত । সুশান্ত তাঁকে ট্যুইটে উত্তরও দেন ।
তাঁকে সুশান্ত বলেন, তাঁর নামের সঙ্গে মায়ের মিলও রয়েছে । তাঁর নামের মিডল নেম এবং মায়ের মিডল নেমের সঙ্গে মিল রয়েছে । দু’জনের নামেই রয়েছে ‘SH’ ওয়ার্ডটা । সুশান্ত লিখেছিলেন, ‘‘এটা একটা দারুণ বিষয়, তাই না?’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mother, Name meaning, Sushant Singh Rajjput