Home /News /entertainment /
স্ট্যানফোর্ডে ভর্তির সুযোগ ছেড়ে মুম্বইয়ের ছোট ফ্ল্যাটে ছিলেন কেন সুশান্ত?

স্ট্যানফোর্ডে ভর্তির সুযোগ ছেড়ে মুম্বইয়ের ছোট ফ্ল্যাটে ছিলেন কেন সুশান্ত?

Photo: Social

Photo: Social

সুশান্ত সিং রাজপুত ৷ বলিউডে এখন যেন এক বিদ্রোহের নাম ৷

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুত ৷ বলিউডে এখন যেন এক বিদ্রোহের নাম ৷ নায়কের মৃত্যুর পর একের পর এক সামনে আসছে তাঁর প্রতিভার নানা দিক ৷ কখনও তিনি গায়ক, কখনও তিনি ব্যালে ডান্সার, কখনও টিটি প্লেয়ার ৷ কখনও আবার টেলিস্কোপে চোখ দিয়ে আকাশ দেখার ঝোঁক !

  তবে এখানেই শেষ নয় ৷ এখন সবাই জানে যে সুশান্ত ছাত্র হিসেবেও ছিলেন দারুণ ৷ আর তাঁর অধ্যাবসায়ের জন্যই স্ট্যানফোর্ডে পড়ার সুযোগ পেয়েছিলেন সুশান্ত ৷

  বলিউডে আসার পর এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত জানিয়ে ছিলেন, ‘স্ট্যানফোর্ডে স্কলারশিপ পাওয়ার পর হঠাৎ করে শামাক দাভারের ডান্স গ্রুপে সুযোগ পাই ৷ এটাই তখন আমার কাছে বলিউডে ঢোকার উপযুক্ত দরজা মনে হয়েছিল ৷ তাই সব ছেড়ে মুম্বই এলাম ৷ একটি ছোট ফ্ল্যাটে থাকতে শুরু করলাম ৷ আমার সঙ্গে আরও ৬ জন ওই ফ্ল্যাটে থাকত ৷ ’

  Published by:Akash Misra
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর