হোম /খবর /বিনোদন /
হানিমুনে গিয়ে জড়িয়ে ধরলেন অন্য একজনকে; ঐশ্বর্যর ছেলেমানুষি ফাঁস করলেন অভিষেক!

হানিমুনে গিয়ে জড়িয়ে ধরলেন অন্য একজনকে; ঐশ্বর্যর ছেলেমানুষি ফাঁস করলেন অভিষেক!

১৪ বছর আগে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।

  • Share this:

#মুম্বই: বিশ্ব সুন্দরীর মঞ্চ থেকে যাত্রা শুরু করে বলিউডে পা রেখেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai)। শুধু বি-টাউনই নয়, হিন্দি সিনেমার সর্বকালের অন্যতম সেরা সুন্দরী সুদূর হলিউডেও নিজের ছাপ রেখেছেন। সেই ঐশ্বর্যই না কি হানিমুনে গিয়ে নিজের শিশুসত্ত্বায় মেতে উঠেছিলেন! বউয়ের ছেলেমানুষি ফাঁস করেছেন খোদ স্বামী অভিষেক বচ্চন (Abhishek Bachchan)!

১৪ বছর আগে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। ২০০৭ সালে আঁটোসাটো নিরাপত্তার ঘেরাটোপে বিবাহবন্ধনে যুক্ত হন এই তারকা জুটি। শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠদের মধ্যেই বচ্চন পরিবারের ছেলের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময়ে ঐশ্বর্যর যোধা আকবরের (Jodhaa Akbar) শুটিং চলাকালীনই সময় বার করে দু'জনে হানিমুন সেরে নিয়েছিলেন।

হানিমুনের ছুটিতে স্বামীর সঙ্গে ডিজনিল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন বচ্চন পরিবারের নববধূ। আর সেখানেই বলি-নায়িকা শিশুদের মতো আচরণ করেছিলেন। ডিজনির বিখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস এবং মিনি মাউসের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলা থেকে শুরু করে একেবারে শিশুদের মতো উত্তেজিত ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। এমনটাই ২০১৬ সালে একটি ইন্টারভিউতে নিজের হানিমুনের স্মৃতির প্রসঙ্গে প্রকাশ করেন খোদ অভিনেত্রীর স্বামী অভিষেক বচ্চন। জুনিয়র বচ্চন হাসির ছলে বলেন, "অ্যাশ একবার মিকি ও মিনির সঙ্গে ছবি তুলছিল, আবার কখনও প্যারেডে লাফাতে চাইছিল! আমরা খুব উপভোগ করেছি।"

তবে শুধু হানিমুনে গিয়ে মজাই করেননি ঐশ্বর্য, তিনি যে বচ্চন পরিবারের বউ তাও তিনি হানিমুনের যাত্রাতেই উপলব্ধি করেছিলেন। ঐশ্বর্য একটি প্রতিবেদনে নিজে বলেছিলেন, "আমরা বোরা বোরায় আমাদের হানিমুনের ফ্লাইটে ছিলাম। আমাকে যখন বিমানসেবিকা মিসেস বচ্চন বলে স্বাগত জানিয়েছিল। অভিষেক এবং আমি তখন একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠি।" আর তখনই বচ্চনবধূর মনে হয়, "আমি তো বিবাহিত! আমি মিসেস বচ্চন!"

সম্পর্কের বন্ধনে যাওয়ার আগে বি-টাউনের অন্যতম সেলিব্রেটি জুটি একে অপরের বন্ধু ছিলেন। একে অপরকে জানার জন্য বেশ কিছুটা সময় নিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। দু'জনে একসঙ্গে কুছ না কহো (Kuch Naa Kaho), ঢাই অক্ষর প্রেম কে (Dhai Akshar Prem Ke), ধুম ২ (Dhoom 2), উমরাও জান (Umrao Jaan), গুরু (Guru)-র মতো বেশ কয়েকটি সিনেমায় অনস্ক্রিন জুটিও বেঁধেছেন। মনি রত্নমের (Mani Ratnam) রাবণ (Raavan) ছবিতে তাঁরা ফের একসঙ্গে অভিনয় করলেও ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। ২০১১ সালে অভিষেক-ঐশ্বর্য-র জীবনে আসে মেয়ে আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)।

Published by:Simli Raha
First published:

Tags: Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan