#মু্ম্বই: নিক-প্রিয়াঙ্কার সম্পর্কের রসায়ন দেখলে নিন্দুকদের গায়ে জ্বালা ধরবে নিশ্চিত ৷ নিজের থেকে ১০ বছরের ছোট নিকের গলায় যখন মালা দেন প্রিয়াঙ্কা, তখন সমালোচকরা ছেড়ে কথা বলেননি ৷ কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিব্যি হেসেখেলে সংসার করছেন নিক-প্রিয়াঙ্কা ৷ চোখেও হারান একে অপরকে ৷কিন্তু কপোত-কপোতীর সংসারে নতুন সদস্য কবে আসবে? এই নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই । সম্প্রতি তাই একটি বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রিয়াঙ্কাকে এই বিষয়ে প্রশ্নও করা হয়েছিল । ‘টটলার’ ম্যাগাজিনে দেওয়া ওই সাক্ষাৎকারে পিগি চপস জানান, ‘‘এই মুহূর্তে, এই বছর আমার খুব টাইট শিডিউল রয়েছে। সামনে প্রচুর কাজ । তবে এর পাশাপাশি পরিবার শুরু করাটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ । সত্যি আমিও এটা করতে চাই । আমার আশা, ঈশ্বর যখ মনে করবেন যে এটাই সঠিক সময়, তখন নিশ্চয়ই সুখবর আসবে ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nick Jonas, Priyanka Chopra