হোম /খবর /বিনোদন /
ঠিক কবে নিকের সন্তানের মা হতে চান? সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা

ঠিক কবে নিকের সন্তানের মা হতে চান? সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

  • Last Updated :
  • Share this:

#মু্ম্বই: নিক-প্রিয়াঙ্কার সম্পর্কের রসায়ন দেখলে নিন্দুকদের গায়ে জ্বালা ধরবে নিশ্চিত ৷ নিজের থেকে ১০ বছরের ছোট নিকের গলায় যখন মালা দেন প্রিয়াঙ্কা, তখন সমালোচকরা ছেড়ে কথা বলেননি ৷ কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিব্যি হেসেখেলে সংসার করছেন নিক-প্রিয়াঙ্কা ৷ চোখেও হারান একে অপরকে ৷কিন্তু কপোত-কপোতীর সংসারে নতুন সদস্য কবে আসবে? এই নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই । সম্প্রতি তাই একটি বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রিয়াঙ্কাকে এই বিষয়ে প্রশ্নও করা হয়েছিল । ‘টটলার’ ম্যাগাজিনে দেওয়া ওই সাক্ষাৎকারে পিগি চপস জানান, ‘‘এই মুহূর্তে, এই বছর আমার খুব টাইট শিডিউল রয়েছে। সামনে প্রচুর কাজ । তবে এর পাশাপাশি পরিবার শুরু করাটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ । সত্যি আমিও এটা করতে চাই । আমার আশা, ঈশ্বর যখ মনে করবেন যে এটাই সঠিক সময়, তখন নিশ্চয়ই সুখবর আসবে ।’’২০১৮-র ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে হয়েছিল নিক-প্রিয়াঙ্কার ।

Published by:Simli Raha
First published:

Tags: Nick Jonas, Priyanka Chopra