• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রয়েছে প্রমাণ, এই বাঙালি ডিজাইনারের পোশাকেই বিয়েতে সাজছেন দীপিকা

রয়েছে প্রমাণ, এই বাঙালি ডিজাইনারের পোশাকেই বিয়েতে সাজছেন দীপিকা

Deepika Padukone. Photo : News18

Deepika Padukone. Photo : News18

 • Share this:

  #মুম্বই: হাতে আর মাত্র চারটে দিন ৷ তারপরেই জমকালো বিয়ের আসর বসছে ইতালিতে ৷ চার হাত এক হচ্ছে বলিউডের দুই বিখ্যাত সেলেব জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের ৷ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি ৷ ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমো-র তীরে বসবে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের বিয়ের আসর ৷ তার আগে গতকাল পরিবার আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে মুম্বই ছাড়লেন ‘বাজিরাও-মস্তানি’ ৷

  আর বিয়েতে কেমনভাবে সেজে উঠছেন এই সেলেব কাপল , সেদিকেই তাকিয়ে রয়েছে তামাম ভারতবাসী ৷ অপেক্ষায় ভক্তরা ৷ তবে সূত্রের তরফে জানা যাচ্ছে, এক বাঙালি ফ্যাশন ডিজাইনারের পোশাকেই বিয়ের সময়ে নিজেকে সাজিয়ে তুলতে চলেছেন দীপিকা পাড়ুকোন ৷

  1541830102-deepika_padukone_wedding_sabyacachi_mukherjee

  আর সেই বাঙালি ফ্যাশন ডিজাইন হলেন সব্যসাচী মুখোপাধ্যায় ৷ আর এমনটা দাবি কেননা দীপিকা-রণবীর যখন বিমানবন্দর থেকে ইতালির জন্য রওনা দিয়েছিলেন, সেই সময় সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার স্টোরের শপিং ব্যাগ দেখা গিয়েছে ৷ আর সেই ভিডিওই নাকি জানান দিচ্ছে যে সব্যসাচীর পোশাকে সেজে উঠছেন দীপিকা ৷

  First published: