#মুম্বই : জনপ্রিয় হিন্দি ছবিতে জনপ্রিয় হিন্দি গান-‘সমুন্দর মে নাহা করকে অর ভি নমকিন হো গেয়ি হো’- অভিনয় করছিলেন অমিতাভ ও জিনত ৷ এখানে অবশ্য তার কিছুই নেই না রয়েছেন অমিতাভ -জিনত না রয়েছেন ব্যাকগ্রাউন্ডে সেই সুপারহিট টিউন ৷ কিন্তু নীনা গুপ্তার যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে তা দেখলে এই কথা টা প্রথমেই মনে হবে যে কোনও বলিউডপ্রেমীর ৷
হলুদ শর্ট ফ্রক , বিচের ধারে দৌড়চ্ছেন নীনা ৷ রেকর্ড বুক বলছে ১৯৫৯ -র ৪ জুলাই জন্মানো নীনা এখন ৬০ ৷ কিন্তু যে দক্ষতায় নিজের সাজপোশাক তিনি ক্যারি করেছেন তাতে যেকোনও অষ্টাদশীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি ৷ মিনি ড্রেসে গ্ল্যামার , আবেদন সবই চুঁইয়ে পড়ছে বলিউডি অভিনেত্রীর ৷
এমনিতেই নীনা সময়ের থেকে অনেকটা এগিয়ে ৷ ভিভ রিচার্ডসের ঘরণী না হয়েও তাঁর সন্তানকে তাঁর পরিচয়ে বড় করার সাহস দেখিয়েছেন সদর্পে ৷ তার সেই পদক্ষেপ থেকে আরও অনেক এগিয়েও একই রকম বোল্ড নীনা ৷
আসলে রঙে থাকতে সকলেই পছন্দ করে কিন্তু ‘সমাজ’ তাদের কীভাবে দেখবে সেই নিয়েই ভেবে অস্থির হয়ে যায় তারা ৷ নীনা-র এই ভিডিও নিঃসন্দেহে সব বয়সের মানুষকে নতুনভাবে নিজেদের নিয়ে ভাবতে শেখাবে ৷ যারা একসময়ে বে ওয়াচ সিরিজ দেখে বোল্ড হয়ে গিয়েছিলেন তাদের আবার পুরনো নস্টালজিয়া উসকে দেবে এই ভিডিও ৷ কারণ যে সময় ভারতীয় দর্শকরা বে ওয়াচ ‘গিলতেন’ তখন টেলিভিশনে যে এরকম জিনিস দেখা যেতে পারে তা তাদের ধারণা ছিল না ৷ এবারে নীনা আরও একবার নতুন করে সেই বে ওয়াচের স্মৃতিও উসকে দিলেন ৷
নীনার মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি বাধাই হো-তে একেবারে মধ্যবিত্ত ঘরের বউ অবতারে দেখা গিয়েছিল ৷ এদিনের ভিডিওতে একেবারেই বোল্ড নীনায় মজল নেট দুনিয়া ৷ হল্টার নেক, স্প্যাগেটি -যার মধ্যে দিয়ে নীনার উদ্ভিন্ন যৌবন উঁকি মারছে যেন বাকরুদ্ধ করে দিল সকলকে ৷ দেখে নিন সেই ভিডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Neena gupta, Viral Video