corona virus btn
corona virus btn
Loading

শীত কাটাতে চোখে আরাম দিচ্ছে ‘এই’ Viral Dance ভিডিও, কোমরের মোচড়ে কাত নেটিজেনরা

শীত কাটাতে চোখে আরাম দিচ্ছে ‘এই’ Viral Dance ভিডিও, কোমরের মোচড়ে কাত নেটিজেনরা
Photo- Facebook/ Account

মিঠে শীতে হালকা চোখ সেঁকে নিন ...

  • Share this:

#মুম্বই : ভাইরাল ভিডিও গোটা ২০১৯ কাঁপিয়েছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই নতুন বছর এসে যাবে ৷ ২০২০ বরণের জন্য যে যার মতো তৈরি হচ্ছে ৷ তবে যাঁরা ভাইরাল ভিডিও করেন তাদের একদম বিরাম নেই ৷ তারা দর্শক মনোরঞ্জনের থেকে বিরতি নিচ্ছেন না ৷ এরকমই বছর শুরু থেকেই ফের একাধিক ভাইরাল ডান্স ভিডিও-র রমরমা ৷

বেলিডান্স মধ্যপ্রাচ্যের একটা জনপ্রিয় ডান্সফর্ম ৷ আর এখন বলিউড কাঁপাচ্ছে এই নাচই ৷ সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাঁরা নিজেদের ভিডিও পোস্ট করেন তারাও এই নাচের ওপরই জোর দিচ্ছেন ৷ ভারত ছবিতে আথইয়া গানে নেচেছিলেন লাস্যময়ী ক্যাটরিনা কাইফ ,সঙ্গে ছিলেন সলমল খান ৷

এবার সেই গানেই নাচলেন দুই তন্বী ৷ এই ভিডিও ৩০ লক্ষ ভিউ হয়েছে ৷ শেয়ার হয়েছে ১৫ হাজার , কমেন্ট হয়েছে আড়াই হাজারে বেশি ৷ একজন তরুণী পরণে হলুদ শিফন, অন্যজনের শকিং পিঙ্ক ৷ শরীরি বিভঙ্গে উঠল তুফান ৷ তার সঙ্গে আনুষাঙ্গিক চোখ ও হাতের কাজ  ৷ এখনকার মিক্স ডান্স ফর্ম্যাটে এরমধ্যেই আরও নাচটিকে ‘হট’ করে তুলেছে বেলিডান্সের অংশ ৷

নিজেরাই দেখে নিন দুটি নাচের ভিডিও , আর এই হালকা শীতে নিয়ে আসুন উষ্ণতার ছোঁওয়া ৷

  নতুন দুই তরুণীর লাস্যে মাতোয়ার এই নাচের ভিডিও পোস্ট হয়েছে Dance Wance নামের একটি ফেসবুক হ্যান্ডেল থেকে ৷ আরও দেখুন
First published: January 8, 2020, 3:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर