Home /News /entertainment /
শীত কাটাতে চোখে আরাম দিচ্ছে ‘এই’ Viral Dance ভিডিও, কোমরের মোচড়ে কাত নেটিজেনরা

শীত কাটাতে চোখে আরাম দিচ্ছে ‘এই’ Viral Dance ভিডিও, কোমরের মোচড়ে কাত নেটিজেনরা

Photo- Facebook/ Account

Photo- Facebook/ Account

মিঠে শীতে হালকা চোখ সেঁকে নিন ...

 • Share this:

  #মুম্বই : ভাইরাল ভিডিও গোটা ২০১৯ কাঁপিয়েছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই নতুন বছর এসে যাবে ৷ ২০২০ বরণের জন্য যে যার মতো তৈরি হচ্ছে ৷ তবে যাঁরা ভাইরাল ভিডিও করেন তাদের একদম বিরাম নেই ৷ তারা দর্শক মনোরঞ্জনের থেকে বিরতি নিচ্ছেন না ৷ এরকমই বছর শুরু থেকেই ফের একাধিক ভাইরাল ডান্স ভিডিও-র রমরমা ৷

  বেলিডান্স মধ্যপ্রাচ্যের একটা জনপ্রিয় ডান্সফর্ম ৷ আর এখন বলিউড কাঁপাচ্ছে এই নাচই ৷ সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাঁরা নিজেদের ভিডিও পোস্ট করেন তারাও এই নাচের ওপরই জোর দিচ্ছেন ৷ ভারত ছবিতে আথইয়া গানে নেচেছিলেন লাস্যময়ী ক্যাটরিনা কাইফ ,সঙ্গে ছিলেন সলমল খান ৷

  এবার সেই গানেই নাচলেন দুই তন্বী ৷ এই ভিডিও ৩০ লক্ষ ভিউ হয়েছে ৷ শেয়ার হয়েছে ১৫ হাজার , কমেন্ট হয়েছে আড়াই হাজারে বেশি ৷ একজন তরুণী পরণে হলুদ শিফন, অন্যজনের শকিং পিঙ্ক ৷ শরীরি বিভঙ্গে উঠল তুফান ৷ তার সঙ্গে আনুষাঙ্গিক চোখ ও হাতের কাজ  ৷ এখনকার মিক্স ডান্স ফর্ম্যাটে এরমধ্যেই আরও নাচটিকে ‘হট’ করে তুলেছে বেলিডান্সের অংশ ৷

  নিজেরাই দেখে নিন দুটি নাচের ভিডিও , আর এই হালকা শীতে নিয়ে আসুন উষ্ণতার ছোঁওয়া ৷

    নতুন দুই তরুণীর লাস্যে মাতোয়ার এই নাচের ভিডিও পোস্ট হয়েছে Dance Wance নামের একটি ফেসবুক হ্যান্ডেল থেকে ৷ আরও দেখুন
  Published by:Debalina Datta
  First published:

  Tags: Viral Video, ভাইরাল ভিডিও

  পরবর্তী খবর