Home /News /entertainment /
সলমন কি ঐশ্বর্যর গায়ে হাত তুলতেন ? প্রকাশ্যে এল আসল সত্য ! দেখুন ভিডিও

সলমন কি ঐশ্বর্যর গায়ে হাত তুলতেন ? প্রকাশ্যে এল আসল সত্য ! দেখুন ভিডিও

 • Share this:

  #মুম্বই: একসময়ে সলমন খান আর ঐশ্বর্য রাই বচ্চনের 'চাটুগরম' প্রেমের কাহিনি বলিটাউনের হিটলিস্টে ছিল! তাঁদের গরমাগরম লাভস্টোরির 'এ টু জেড' সবার মুখস্থ ছিল! কিন্তু প্রেমের রেলগাড়ি বেশিদিন ট্র্যাকে চলল না! বেলাইন! ভেঙে গেল সল্লু মিঞা আর অ্যাশ-এর বহু চর্চিত সম্পর্ক! সেই সময় সলমনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন ঐশ্বর্যা। কিন্তু সত্যিই কি ঐশ্বর্যর গায়ে হাত তুলেছিলেন সলমন?

  সে সময় এক সাক্ষাৎকারে  এই প্রশ্নই করা হয়েছিল সলমনকে।তিনি বলেছিলেন,

  ওই মহিলা তো বলছেন আমি মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে এই প্রশ্নই করেছিলেন। সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম...। আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। আর তেমনটা হলে তো ওই মহিলা বেঁচে থাকতেন বলে মনে হয় না।
  ঐশ্বর্য এমনও অভিযোগ করেছিলেন, সলমন মদ্যপ। সন্দেহ করার বাতিক রয়েছে। মানসিক এবং শারীরিক ভাবে তাঁকে হেনস্থা করেন!

  দেখুন ভিডিও--

  দিন কয়েক আগে অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অন্যদিকে একই অভিযোগে কঙ্গনা রানাউত অভিযুক্ত করেছেন পরিচালক বিকাশ বহেলকে। এই দুই অভিযোগের জেরে আপাতত উত্তাল বলিউড। আর এই পরিস্থিতিতে সলমন খানের সেই পুরনো ভিডিও-ই ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

  আরও পড়ুন-#MeToo: যৌন নির্যাতন থেকে ধর্ষণ একের পর এক অভিযোগে কোনঠাসা তারকারা

  First published:

  Tags: Aishwarya Rai Bachchan, Bollywood, Celebrity, Gossip, Salman Khan, Watch video

  পরবর্তী খবর