#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বা স্বজনপোষণ বিতর্কে উত্তাল বলিউড৷ ইন্ডাস্ট্রির যে সেলেব্রিটিদের তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম পরিচালক-প্রযোজক করণ জোহর৷ সুশান্তের মৃত্যুর পর থেকেই তীব্র ক্ষোভের মুখে পড়েছেন করণ৷ বলিউড হাঙ্গামা-কে করণের এক বন্ধু জানান, করণ জোহর নাকি কাঁদছেন৷ বারবার বলছেন, 'আমি কী করেছি, যে এত ঘৃণা আমাকে নিয়ে!'
করণ জোহরের বন্ধুর কথায়, 'করণের কাছের কয়েকজনকে আক্রমণের শিকার হতে হয়েছে, তাতেই করণের নিজেকে অপরাধী লাগছে৷ ওঁর ৩ বছরের যমজ সন্তান রয়েছে৷ তাদেরও খুনের হুমকি দেওয়া হয়েছে৷ অনন্যা পান্ডে বলে একজন, যাঁর সঙ্গে সুশান্তের কোনও সম্পর্কই ছিল না, তাঁকেও সুশান্তের মৃত্যুর জন্য আত্মহত্যা করতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷'
ইদানীং যখন বারবার খবরে আসছে, অবসাদে ভুগছেন করণ জোহর! সারাদিন নাকি চুপচাপ থাকছেন, কোথাও যাচ্ছেন না, মাঝেমধ্যে কান্নাকাটি করতেও দেখা যাচ্ছে তঁকে, ঠিক তখনই প্রকাশ্যে এল একেবারে বিপরীত মেরুর আরও একটা খবর! নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন করণ। সেই পার্টিরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হাসি মুখে ফোটোসেশনে ব্যস্ত করণ জোহর!
ছবিটি সামনে আসতেই বেজায় ক্ষেপে গিয়েছেন সুশান্ত অনুরাগীরা! কেউ বলছেন, 'অবসাদ না ছাই! কোথায় কাঁদছেন ? এই তো দিব্যি হাসিমুখে ছবি তুলছেন , পার্টি করছেন'', কেউ বা বলছেন, '' করণের মুখে কোনও অবসাদের ছাপ নেই! নীতু কাপুরের ৬০ বছরের জন্মদিনের পার্টিতে যেতে পারলেন অথচ সেই মানুষটার শেষকৃত্যে যেতে পারলেন না যাঁর মৃত্যুর জন্য তিনি নিজে দায়ী''...
ফের করণকে নিয়ে ফের শুরু হয়েছে ব্যপক ট্রোল!
Oh really! Karan is not in a condition to speak ? He cries everytime his friends call him! Then who is this person smiling and celebrating Neetu Kapoor's Birthday! Again cheap PR Stunts!! Shame on you bollywood!#SCOrderCBIForSSR #WhyDelayInCBIForSSR pic.twitter.com/c5BOQBJsYY
— Soha Patel (@patelsoha18) July 9, 2020
Ye phll se dekh lo Karan Johar kitne depressed hain ..party krre hain party https://t.co/xPHxb9KktT
— Nanu joshi (@Nanujoshi8) July 9, 2020
উল্লেখ্য, প্রবল ট্রোল রুখতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন করণ, আলিয়া, সোনম ও করিনা কাপুর খান৷ বয়কট করণ জোহর ক্যাম্পেন শুরু হয়েছে ট্যুইটারে৷ সোনাক্ষী তো তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দিয়েছেন৷.@karanjohar, #RanbirKapoor celebrate #NeetuKapoor’s birthday. Take a look at the pictures.https://t.co/ArfMfsx0mF
— Filmfare (@filmfare) July 9, 2020