• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • প্রকাশ্যেই স্বামীকে অপমান অনুষ্কার! লজ্জা পেয়ে বিরাট যা করলেন, দেখুন ভিডিও...

প্রকাশ্যেই স্বামীকে অপমান অনুষ্কার! লজ্জা পেয়ে বিরাট যা করলেন, দেখুন ভিডিও...

Virat Kohli-Anushka Sharma

Virat Kohli-Anushka Sharma

বিরাটের এই কথা শুনেই অনুষ্কা বলেন যে তিনি মিথ্যে বলছেন৷ এতে কিছুটা লজ্জিত হন অধিনায়ক কোহলি৷

 • Share this:

  #মুম্বই: লকডাউনে বাড়িতে বসে দেদার আড্ডার দিচ্ছেন তারকারা৷ অবশ্যই অনলাইনে৷ অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাহায্যে চলছে এই সব আড্ডা৷ এমনই এক আড্ডায় অনুষ্কা ফাঁস করে দিলেন যে স্বামী বিরাট মিথ্যেবাদী! আর এই শুনেই দর্শকরা মজাই পেলেন৷

  ফুটলবার সুনীল ছেত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ আড্ডা চলছিল বিরাট কোহলির৷ সেখানে সুনীল প্রশ্ন করেন যে অনুষ্কা শর্মার শ্যুটিং দেখতে গিয়ে কেন ঘুমিয়ে পড়েছিলেন বিরাট৷ এই প্রশ্নের গুছিয়ে উত্তর দিতে শুরু করেন বিরাট৷ তখনই পিছন থেকে অনুষ্কা বলেন বিরাট যে উত্তর দিচ্ছেন, তা মিথ্যে৷ অর্থাৎ সরাসরি বিরাটকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেন তাঁর স্ত্রী৷

  দুবার স্ত্রীর শ্যুটিং দেখতে গিয়েছিলেন বিরাট৷ একবার লন্ডন এবং আর একবার প্রাগ৷ দুবারই কিছুক্ষণ শ্যুটিং দেখে ঘুমোতে চলে গিয়েছিলেন বিরাট৷ একবার তো একটি অপেক্ষারত শ্যুটিং ভ্যানে এমন ঘুম লাগিয়েছিলেন যে অনুষ্কা তাঁকে খুঁজেই পাচ্ছিলেন না৷ বিরাট জানান যে তিনি ঘুমোতে খুব ভালবাসেন এবং অনেকটা দূরের যাত্রায় তাঁর জেট ল্যাগও কাজ করছিল৷ ফলে এমনভাবে ঘুমিয়ে পড়েন তিনি৷

  বিরাটের এই কথা শুনেই অনুষ্কা বলেন যে তিনি মিথ্যে বলছেন৷ এতে কিছুটা লজ্জিত হন অধিনায়ক কোহলি৷ তবে অন্যদিকে সুনীল ছেত্রী দারুণ মজা পান ও প্রচন্ড হাসতে থাকেন৷

  উল্লেখ্য বিরাট-অনুষ্কার সঙ্গে খুবই মধুর সম্পর্ক সুনীল ও তাঁর স্ত্রী সোনমের৷

  Published by:Pooja Basu
  First published: