#মুম্বই: বছর প্রায় শেষের মুখে। এই গোটা বছরে, করোনা সংক্রমণই ছিল সব ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে হিসেবে ভাবাই যেতে পারে যে সোশ্যাল মিডিয়াতেও সব থেকে বেশি চর্চা হবে করোনা নিয়েই। কিন্তু আদতে তা নয়। সেলিব্রিটি জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাই মাতিয়ে রাখলেন ট্যুইটার।
ট্যুইটার ইন্ডিয়া তাঁদের অ্যানুয়াল রিভিউ করে জানিয়েছে, বিরুষ্কা জুটিই এ বছরে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুষ্কার প্রেগন্যান্সির খবরই পেয়েছে সব থেকে বেশি লাইক। গত ২৭ অগাস্ট বিরাট এবং অনুষ্কা তাঁদের হবু সন্তানের আসার খবর ঘোষণা করেন ইন্সটাগ্রাম এবং ট্যুইটারে। ভারত অধিনায়ক কোহলি, তাঁদের দু’জনের ছবি শেয়ার করে লেখেন, “এরপর থেকে আমরা তিনজন হব। ২০২১ এর জানুয়ারি মাসেই।”
And then, we were three! Arriving Jan 2021 pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020
Written By: Antara Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Twitter, Virat Kohli