হোম /খবর /বিনোদন /
ট্যুইটারে বছরের সব থেকে বেশি লাইক পেল বিরুষ্কা’র প্রেগন্যান্সি পোস্ট!

ট্যুইটারে বছরের সব থেকে বেশি লাইক পেল বিরুষ্কা’র প্রেগন্যান্সি পোস্ট!

ট্যুইটার ইন্ডিয়া থেকে জানানো হয় যে, এই পোস্টই পেয়েছে বছরের সব থেকে বেশি লাইক। পিছনে ফেলেছে করোনা হ্যাশট্যাগ-কেও ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বছর প্রায় শেষের মুখে। এই গোটা বছরে, করোনা সংক্রমণই ছিল সব ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে হিসেবে ভাবাই যেতে পারে যে সোশ্যাল মিডিয়াতেও সব থেকে বেশি চর্চা হবে করোনা নিয়েই। কিন্তু আদতে তা নয়। সেলিব্রিটি জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাই মাতিয়ে রাখলেন ট্যুইটার।

ট্যুইটার ইন্ডিয়া তাঁদের অ্যানুয়াল রিভিউ করে জানিয়েছে, বিরুষ্কা জুটিই এ বছরে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুষ্কার প্রেগন্যান্সির খবরই পেয়েছে সব থেকে বেশি লাইক। গত ২৭ অগাস্ট বিরাট এবং অনুষ্কা তাঁদের হবু সন্তানের আসার খবর ঘোষণা করেন ইন্সটাগ্রাম এবং ট্যুইটারে। ভারত অধিনায়ক কোহলি, তাঁদের দু’জনের ছবি শেয়ার করে লেখেন, “এরপর থেকে আমরা তিনজন হব। ২০২১ এর জানুয়ারি মাসেই।”

আজ, মঙ্গলবার একটি ট্যুইটে, ট্যুইটার ইন্ডিয়া থেকে জানানো হয় যে, এই পোস্টই পেয়েছে বছরের সব থেকে বেশি লাইক। ট্যুইটারের তরফ থেকে আরও জানানো হয় যে, কোভিড-১৯ হ্যাশট্যাগ সব থেকে বেশি ব্যবহার হবে, এটাই ছিল প্রত্যাশিত। ২০২০-এর বলিউডের আলোচনায়, বিগ বি অমিতাভ বচ্চন এবং সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ‘দিল বেচারা’ ছিল হট টপিক। অন্যদিকে ছোট পর্দার বিগ বসও ছিল আলোচনার মূল কেন্দ্রে। ওয়েব সিরিজ ‘মির্জাপুর ২’ নিয়েও কথাবার্তা কম হয়নি। গত জুলাই মাসে বিগ বি-র করোনা ভাইরাস সংক্রমনের খবর, সব থেকে বেশি কোট করেছেন মানুষ। যাই হোক, এই সব পোস্টকেই পিছনে ফেলে, বিরুষ্কা জুটির প্রথম সন্তানের খবর কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে।

Written By: Antara Dey

Published by:Simli Raha
First published:

Tags: Anushka Sharma, Twitter, Virat Kohli