corona virus btn
corona virus btn
Loading

কাকে চুমু খেলেন উর্বশী ? কাকেই বা বললেন, 'আমাকে ভালবাসো প্লিজ!'

কাকে চুমু খেলেন উর্বশী ? কাকেই বা বললেন, 'আমাকে ভালবাসো প্লিজ!'
photo source Instagram

আমাকে আই লাভ ইউ বলো' তারপর তিনি চুমু ছুঁড়ে দিলেন।

  • Share this:

#মুম্বই: উর্বশী রাউতেলা বলিউডে পা রেখেছেন আইটেম নম্বর করে। যা জ্বলওয়া দেখিয়েছেন তাতে আসমুদ্র হিমাচল তার ফ্যান হয়ে গেছে ৷ নিজের ফ্যানদের পছন্দের কথা মাথায় রেখে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন উর্বশী ৷ তবে উর্বশীকে কোনও সিনেমায় তেমন বড় চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

 উর্বশী সব সময় ইনস্টাতে নিজের হট ছবি পোস্ট করেন। এবার তিনি পোস্ট করলেন হট ভিডিও। ভ্যালেনটাইনসডের আগে উর্বশি তার ফ্যানেদেরকে বললেন, আমাকে আই লাভ ইউ বলো' তারপর তিনি চুমু ছুঁড়ে দিলেন তাঁর ফ্যানেদের জন্য । এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

First published: February 13, 2020, 9:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर