হোম /খবর /বিনোদন /
বেলুনওয়ালাদের দেখে পালালেন স্টারকিডরা!এগিয়ে গিয়ে ছবি তুললেন সুশান্ত!ভাইরাল ভিডিও

বেলুনওয়ালাদের দেখে পালালেন স্টারকিডরা ! এগিয়ে গিয়ে ছবি তুললেন সুশান্ত ! ভাইরাল ভিডিও

photo source collected

photo source collected

সুশান্ত হাঁটলেন উল্টো পথে। তিনি গাড়ি থেকে নেমে নিজেই হাত মেলালেন বেলুনওয়ালাদের সঙ্গে।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: অবসাদে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর আচমকা আত্মহত্যা মেনে নিতে পারছে না গোটা দেশ। বলিউডে এমনিই একের পর এক মৃত্যুতে খারাপ খবর তো ছিলই। তবে সুশান্তের এই মৃত্যু একেবারেই মানতে পারছেন না কেউ। সুশান্ত উঠে এসেছিলেন বিহারের সাধারণ পরিবার থেকে। মেধাবী ছাত্র তিনি। সেখান থেকে টিভি সিরিয়াল, তারপর সিনেমা। অনেকের কাছেই একটা উদাহরণ ছিলেন তিনি। সুশান্ত ভালবাসতেন রাস্তার কুকুরদের খাওয়াতে। ঘরে তুলে আনতেন বিড়াল ছানা। শুধু তাই নয় যেকোনও মানুষের সঙ্গে সহজেই মিশে যেতেন তিনি।

তাঁর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে সিনেমার পার্টিতে যাবেন তিনি। তাঁর মতোই অনেকেই এসেছেন সেদিন। রাস্তায় কিছু বেলুন ওয়ালা ছিলেন। যাঁরা সেলেবদের দেখে এগিয়ে আসছিলেন। একটু কথা বলা বা দেখার জন্য। দু-তিন জনই ছিলেন। তাঁদের দেখেই স্টারকিডরা উঠে পড়লেন গাড়িতে। আর সুশান্ত হাঁটলেন উল্টো পথে। তিনি গাড়ি থেকে নেমে নিজেই হাত মেলালেন বেলুনওয়ালাদের সঙ্গে। হাতে নিলেন বেলুন। তুললেন ছবি। এই ভিডিও শেয়ার হতেই আরও একবার কান্নায় ভিজল সকলের মন।

Published by:Piya Banerjee
First published:

Tags: Death, Sushant singh Rajput, Viral Video