#মুম্বই: অবসাদে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর আচমকা আত্মহত্যা মেনে নিতে পারছে না গোটা দেশ। বলিউডে এমনিই একের পর এক মৃত্যুতে খারাপ খবর তো ছিলই। তবে সুশান্তের এই মৃত্যু একেবারেই মানতে পারছেন না কেউ। সুশান্ত উঠে এসেছিলেন বিহারের সাধারণ পরিবার থেকে। মেধাবী ছাত্র তিনি। সেখান থেকে টিভি সিরিয়াল, তারপর সিনেমা। অনেকের কাছেই একটা উদাহরণ ছিলেন তিনি। সুশান্ত ভালবাসতেন রাস্তার কুকুরদের খাওয়াতে। ঘরে তুলে আনতেন বিড়াল ছানা। শুধু তাই নয় যেকোনও মানুষের সঙ্গে সহজেই মিশে যেতেন তিনি।
তাঁর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে সিনেমার পার্টিতে যাবেন তিনি। তাঁর মতোই অনেকেই এসেছেন সেদিন। রাস্তায় কিছু বেলুন ওয়ালা ছিলেন। যাঁরা সেলেবদের দেখে এগিয়ে আসছিলেন। একটু কথা বলা বা দেখার জন্য। দু-তিন জনই ছিলেন। তাঁদের দেখেই স্টারকিডরা উঠে পড়লেন গাড়িতে। আর সুশান্ত হাঁটলেন উল্টো পথে। তিনি গাড়ি থেকে নেমে নিজেই হাত মেলালেন বেলুনওয়ালাদের সঙ্গে। হাতে নিলেন বেলুন। তুললেন ছবি। এই ভিডিও শেয়ার হতেই আরও একবার কান্নায় ভিজল সকলের মন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Sushant singh Rajput, Viral Video