#মুম্বই: নেহা কক্কর। বলিউডের সঙ্গীত শিল্পীদের মধ্যে নেহাও বেশ জনপ্রিয়। তাঁর মিষ্টি গলা তাঁকে সবার থেকে আলাদা করেছে। নেহা বলিউডের অনেক ছবিতেই গান করেছেন। রিয়েলিটি শোতেও তাঁকে জাজ হিসেবে দেখা যায়। তবে নেহার শুরুও কিন্তু ছিল রিয়েলিটি শো দিয়েই। তিনিও রিয়েলিটি শোতেই বাকিদের মতো একজন প্রতিযোগী হিসেবেই এসেছিলেন। তারপর সেখান থেকে সব যুদ্ধ জিতে নেহা আজ বলিউডের সেরা গায়িকাদের একজন।
নেহার দিদি সোনু কক্করও যে গান করেন তা কি জানেন? জানেন হয়তো অনেকেই। কারণ বলিউডের বেশ কিছু ছবিতে তিনি গান করেছেন। তবে সোনুর গলাও কিন্তু খুব মিষ্টি। যদিও নেহার জনপ্রিয়তা বেশি। কিন্তু সোনুর গলা শুনলেও আপনি ভালবেসে ফেলবেন। পড়ে যাবেন তাঁর গলার প্রেমে। শুনে নিন সেই গান---
null://www.instagram.com/p/BvYPZllhuKw/" target="_blank" rel="nofollow">