corona virus btn
corona virus btn
Loading

সিং নয় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচলেন দীপিকা! ভাইরাল ভিডিও...

সিং নয় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচলেন দীপিকা! ভাইরাল ভিডিও...
‘বচনা এ হাসিনো’র ফ্লোর থেকে প্রেম শুরু হয়েছিল দীপিকা-রণবীর কাপুরের ৷ দু’বছর পর তা ভেঙেও যায় ৷ সে সময়ই ঘাড়ে ‘আরকে’ লেখা ট্যাটু করিয়েছিলেন দীপিকা ৷ photo source collected
  • Share this:

#মুম্বই:  দীপিকা পাডুকোন আর রণবীর কাপুরের ছবি ' ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ৬ বছর পুরো করলো ৩১ মে শুক্রবার। এই খুশির দিনে সেলিব্রেশন তো দরকার! কিন্তু সেই সেলেব্রেশনটা যদি ছবির দুই নায়ক নায়িকা নিজেরা নাচের মধ্যে দিয়ে করেন তাহলে তো আর কথাই নেই।

রণবীর কাপুর তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করলেন। সেখানে দেখা যাচ্ছে দীপিকা ও রণবীর কাপুর চুটিয়ে নাচছেন। ওই ছবিরই হিট গান 'বলম পিচকারী'তে আবারও চুটিয়ে নেচে সেলিব্রেট করলেন তাঁরা। ভিডিওতে রণবীর ফর্মাল শার্ট পড়েছেন। আর দীপিকা পড়েছেন ব্ল্যাক ড্রেস। তবে দীপিকা আর রণবীর কাপুর দুজনেই কিন্তু প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। রণবীর সিংকে বিয়ে করে ভালই আছেন দুজনে। এখন আবার রণবীর কাপুর প্রেম করছেন আলিয়া ভাটের সঙ্গে। মাঝে মধ্যেই এই চারজনকে এক সঙ্গে দেখা যায়। বিঞ্জাপনেও নিজেদের পার্টনার বদলে কাজ করেছেন তাঁরা। আলিয়া জুটি বেঁধেছেন রণবীর সিংয়ের সঙ্গে। আর দীপিকা ও রণবীর কাপুর এক সঙ্গে কাজ করছেন। আসলে প্রেম না থাকলেও বন্ধুত্বটাই আসল। তবে রণবীর সিং কিন্তু দিলখোলা মানুষ। না হলে অনেকেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে নিজের বউকে কাজ করতে দেন না। সেদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন আজকের প্রজন্মের এই জুটি।---

পুরো খবর পড়ুন
अगली ख़बर