corona virus btn
corona virus btn
Loading

অবিকল বাবার মতো ! প্রথমবার অভিনয় করে চমকে দিলেন সইফ পুত্র ইব্রাহিম ! দেখুন ভিডিও

অবিকল বাবার মতো ! প্রথমবার অভিনয় করে চমকে দিলেন সইফ পুত্র ইব্রাহিম ! দেখুন ভিডিও
photo source Instagram

ইব্রাহিম অভিনয়টা করেই ফেললেন।

  • Share this:

#মুম্বই: সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান। সারা আলি খানের ছোট ভাই। সারাকে যেমন অনেকটা তাঁর মায়ের মতো দেখতে, তেমনই ইব্রাহিমকে হুবহু তাঁর বাবা সইফের মতো দেখতে। সারা বলিউডে পা রাখলেও ইব্রাহিম ব্যস্ত তাঁর পড়াশুনো নিয়ে।

তবে ইব্রাহিমকে পর্দায় কবে দেখা যাবে এই প্রশ্ন দর্শক বার বার করে এসেছে। এবার তাঁদের মনের ইচ্ছে কিছুটা হলেও মিটবে। ইব্রাহিম অভিনয়টা করেই ফেললেন। তবে বড় পর্দায় নয়। বাড়িতে বসে টিকটকের জন্য অভিনয় করে ভিডিও বানালেন তিনি। তাও ডবল রোলে অভিনয় করছেন তিনি। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই সকলে বলতে শুরু করেছেন বড় পর্দায় কবে দেখা যাবে তাঁকে ! তবে সে বিষয়ে এখনও কিছু জানাননি ইব্রাহিম।

First published: April 17, 2020, 7:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर