corona virus btn
corona virus btn
Loading

হঠাৎ সারা বাড়িতে কুমিরের মতো চলতে শুরু করলেন অর্জুন রামপাল ! দেখুন ভাইরাল ভিডিও

হঠাৎ সারা বাড়িতে কুমিরের মতো চলতে শুরু করলেন অর্জুন রামপাল ! দেখুন ভাইরাল ভিডিও
photo source Instagram

এ কী হল অর্জুন রামপালের? সারা ঘরে কুমিরের মতো করে চলতে শুরু করলেন তিনি

  • Share this:

#মুম্বই: এ কী হল অর্জুন রামপালের? সারা ঘরে কুমিরের মতো করে চলতে শুরু করলেন তিনি। বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অর্জুন রামপাল একজন। সম্প্রতি তাঁর জীবনে অনেক কিছু ঘটেছে। তাঁর প্রেমিকা তাঁর সন্তানের মা হয়েছেন। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। বলিউডে কাজও কমেছে।

কিন্তু তাই বলে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে উনি কুমিরের মতো চলতে থাকবেন? আর এই ভিডিও তুলে উনি নিজেই শেয়ার করেছেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে। কিছুই না অর্জুন রামপাল এভাবে ফিটনেস বার্তা পৌঁছে দিতে চান তাঁর ফ্যানেদের কাছে। তিনি লিখেছেন যে , বন্ধুদের ধন্যবাদ তাঁরা আমার সঙ্গে একমত হয়ে ভিডিও শেয়ার করছেন। গৌতম গম্ভীরও তাঁকে একটি ফিটনেস ভিডিও পাঠিয়েছেন। অভিনব কায়দায়। আর সেই জন্যই এই ভিডিওটি বানালেন রাজপাল।

First published: September 24, 2019, 11:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर