#মুম্বই: বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। এই দু'জনের জুটি প্রথম ছবি থেকেই মানুষের খুব পছন্দের। করণ জোহর পরিচালিত ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ প্রথম দেখা যায় এই জুটিকে। এর পর 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া', "কলঙ্ক' সবেতেই আলিয়া-বরুণ সুপারহিট।
সেলেব বাবা মায়ের সন্তান হলেও আলিয়া ও বরুণকে খেটে শক্ত করতে হয়েছে নিজেদের পায়ের তলার মাটি। তাঁদের জুটির সব ছবি হিট। দর্শক বাস্তব জীবনেও এই জুটিকে একসঙ্গে দেখতে চেয়েছিলেন। এক সময় কানাঘুষোও চলছিল যে আলিয়ার প্রেমে মজেছেন বরুণ। কিন্তু সে কথা ডাহা মিথ্যা। আলিয়ার ছোটবেলার ক্রাশ রণবীর কাপুর। বাস্তব জীবনেও রণবীরের সঙ্গেই প্রেমে ব্যস্ত আলিয়া। বরুণেরও আছে অন্য প্রেমিকা।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলিয়া ও বরুণের একটি মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি বেশ পুরনো। 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' র সময়ের। মিটিংয়ের আগে আলিয়ার ওড়না ও কানের দুল ঠিক করে দিচ্ছেন বরুণ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Bollywood, Varun Dhawan, Viral Video