#মুম্বই: দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আজ দশ দিন হয়ে গেছে সারা দেশের মানুষ গৃহবন্দি। এই সময় কিভাবে দিন কাটাচ্ছেন সেলেবরা? কেউ করছেন গান, কেউ আঁকছেন ছবি, কেউ আবার বাড়ির কাজ করছেন। এবার এই লিস্টে নাম লেখালেন গায়িকা শ্রেয়া ঘোষাল।
টিকটকে অ্যাকাউন্ট খুললেন শ্রেয়া। গাইলেন গান। খালি গলায় তিনি গাইলেন, "দেখতি হ্যায় জিস তারহা সে তেরি নজরে মুঝে, ম্যায় খুদকো ছুপায়ু কাহা" আজ থেকে তিনি টিকটকে আসছেন। সবার রিকোয়েস্টে তিনি গান শোনাবেন সকলকে। গান শুনতে হলে এখনই পছন্দের গানের রিকোয়েস্ট পাঠান শ্রেয়াকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shreya Ghoshal, TikTok, Viral Video