#মুম্বই: শ্রেয়া ঘোষাল শুধু দেশে নয় দেশের বাইরেও জনপ্রিয় তাঁর গানের জন্য। শ্রেয়ার গলায় গান শুনতে কার না ভাল লাগে ! বলিউড বা টলিউড হোক যেকোনও ছবিতে শ্রেয়া গান গাইছেন মানে, ছবি ভাল হোক বা না হোক একটা ভাল গান উপহার পাওয়া যাবে, এ বিষয়ে দর্শক নিশ্চিত।
শ্রেয়া বাস্তব জীবনে খুব মিষ্টি ছটফটে একজন মানুষ। তিনি নিজের মতো করে জীবনকে উপভোগ করেন। যেমন তিনি গানটাকেও নিজের মতো করে উপভোগ করেন। মন থেকে শুধু গানকেই ভালবাসেন। সম্প্রতি তিনি একটি গানের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। নিজের বাড়িতে পিয়ানো বাজিয়ে তিনি গাইছেন 'আজ জানে কি জিদ না করো!' তাঁর এই গানের ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।