#মুম্বই: মোনালি ঠাকুর শুধু গান করেন এমন নয়, করেন জিমও। মিষ্টি গলার সঙ্গে সঙ্গে তাঁকে দেখতেও ভারি সুন্দর। তাঁর বয়স ত্রিশ পার করে গেলেও দেখে বোঝার উপায় নেই। দেখলে মনে হয় যেন বছর ২৫ এর একটি মেয়ে। মোনালি শুধু টলিউড নয়, বলিউডেও গান করছেন জমিয়ে। আবার প্রেমটাও করছেন জমিয়ে। তবে তাঁর প্রেম দেশে নয় বিদেশে।
বলিউড থেকে টলিউডে তাঁর গান জয় করেছে সকলের মন। তিনি নিজেই গান গেয়ে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট হতেই মোনালির এই গান ভাইরাল হয়। শুনে নিন মোনালির সেই গান।--
nulllock; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">