#মুম্বই: কুমার শানু আর আলকা ইয়াগনিক এই দুয়ের জুটি মানেই সুপারহিট গান। ৯০-এর দশকের বেশির ভাগ গান তাঁদের দুজনের গলাতেই শোনা যায়। 'বাজিগর', 'হামকো স্রেফ তুমসে প্যায়ার হ্যায়', 'জো হাল দিল কা'-র মতো একের পর এক সুপারহিট গান গেয়েছেন তাঁরা। তাঁরা দুজনেই ওই সময়টার সব হিট গান গেয়েছেন। কিন্তু তার পর কেটে গিয়েছে প্রায় দুই দশক। তাঁদের জুটিকে এক সঙ্গে সেভাবে আর গান গাইতে শোনা যায়নি। কারণ গানের জগতে এসেছেন আরও নতুন গায়ক। যুগও বদলেছে।
তবে সব ছক ভেঙে আবার দুজনে এক মঞ্চে এক সঙ্গে গান গাইলেন নিজেদের সুপারহিট গানগুলি। বাংলার একটি ডান্স শোতে এসে গান গাইলেন তাঁরা। দর্শক তাঁদের এই রোমান্টিক গান শুনে আবার ভেসে গেলেন নস্টালজিয়াতে। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alka Yagnik, Bollywood, Kumar Sanu