#মুম্বই: আয়ুষ্মান খুড়ানা। বলিউডের ভাল অভিনেতাদের মতো একজন। ভাল বলতে তিনি কেমন মানুষ সেটা পরের বিষয়। তিনি একজন দক্ষ অভিনেতা। আয়ুষ্মান সব ধরণের ছবিতেই সাবলীল। 'বিকি ডোনার' ছবি থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এই নাবক। সেই ছবি থেকেই তিনি সকলের নজরে এসেছিলেন। তবে এই হিরো শুধু ভাল অভিনেতাই নন খুব ভাল গায়কও।
সামনেই মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুড়ানা অভিনীত ছবি 'শুভমঙ্গলম জাদা সাবধান'। এই ছবিতে একদম অন্য রকম ভাবে ধরা দেবেন তিনি। তবে আয়ুষ্মান সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। তিনি নানা রকম কিছু পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি জিমে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে খালি গলায় গান গাইছেন অভিনেতা। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।