• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিরুষ্কার সন্তানকে নিয়ে শর্মিলা ঠাকুরের অদ্ভুত মন্তব্য, ভাইরাল ভিডিও

বিরুষ্কার সন্তানকে নিয়ে শর্মিলা ঠাকুরের অদ্ভুত মন্তব্য, ভাইরাল ভিডিও

বিরুষ্কার জন্য সব মহল থেকেই আসছে শুভেচ্ছা, তার মাঝেই ভাইরাল শর্মিলা ঠাকুর পতৌদির একটি ভিডিও ৷ যাতে দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কার হবু সন্তানকে নিয়ে কথা বলছেন সইফ আলি খানের মা ৷

বিরুষ্কার জন্য সব মহল থেকেই আসছে শুভেচ্ছা, তার মাঝেই ভাইরাল শর্মিলা ঠাকুর পতৌদির একটি ভিডিও ৷ যাতে দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কার হবু সন্তানকে নিয়ে কথা বলছেন সইফ আলি খানের মা ৷

বিরুষ্কার জন্য সব মহল থেকেই আসছে শুভেচ্ছা, তার মাঝেই ভাইরাল শর্মিলা ঠাকুর পতৌদির একটি ভিডিও ৷ যাতে দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কার হবু সন্তানকে নিয়ে কথা বলছেন সইফ আলি খানের মা ৷

 • Share this:

  #মুম্বই: বৃহস্পতিবার সকালে গোটা দেশ তোলপাড় করে দেয় বিরুষ্কার বিরাট ট্যুইট ৷ বিয়ের তিন বছরের মাথায় বিরাট-অনুষ্কার দুই থেকে তিন হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল ৷ সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা-বিরাট দম্পতি। অনুষ্কা শর্মা, বিরাট কোহলি দু'জনেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করেছেন। তাঁরা জানাচ্ছেন জানুয়ারিতেই আসতে চলেছে পরিবারের তৃতীয় সদস্য।

  বিরুষ্কার জন্য সব মহল থেকেই আসছে শুভেচ্ছা, তার মাঝেই ভাইরাল শর্মিলা ঠাকুর পতৌদির একটি ভিডিও ৷ যাতে দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কার হবু সন্তানকে নিয়ে কথা বলছেন সইফ আলি খানের মা ৷ জানা গিয়েছে, ভিডিওটি আসলে প্রায় এক বছরের পুরনো ৷ বিরুষ্কার প্রেগনেন্সির খবরের ঘোষণার পরই ফের ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও ৷

  ভিডিওতে শর্মিলা ঠাকুরের সঙ্গে রয়েছেন করিনা কাপুর খানও ৷ আসলে বউমা করিনা কাপুরের এফএম টক শোয়ের একটি এপিসোডে এসেছিলেন শাশুড়ি শর্মিলা ৷ সেখানেই সোশ্যাল মিডিয়া নিয়ে কথা প্রসঙ্গে ওঠে আসে বিরাট অনুষ্কার সন্তানের কথা ৷ করিনা শাশুড়ি শর্মিলাকে তৈমুরের সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন পাওয়া নিয়ে একটি প্রশ্ন করেছিলেন ৷ তার উত্তরে শর্মিলা ঠাকুর পতৌদি বলেন, ‘সোশ্যাল মিডিয়া সত্যিই খুব চিন্তার বিষয় ৷ বাচ্চাদের সব কিছু শেখাতে হয় না, অনেক কিছু তারা নিজেই শিখে যায় ৷ বাচ্চা নিজে যখন বড় হবে সে নিজেই সোশ্যাল মিডিয়ায় আসবে, তখন সে দেখতে পাবে তাঁকে নিয়ে অহেতুক কত আলোচনা চলেছে সেখানে ৷ সেটাকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই ৷ কিন্তু সমস্যা এখানেই যে সোশ্যাল মিডিয়া আজ কাউকে উপরে ওঠায় তো কাল টেনে মাটির নীচে নামায় ৷ আজ সবাই তৈমুরকে নিয়ে মাতামাতি করছে কাল বিরাট-অনুষ্কার সন্তান হলে সবার নজর সেইদিকে ঘুরে যাবে ৷’ শাশুড়ির মুখে এমন উত্তর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসতে হাসতে করিনা উত্তর দেন, ‘ভগবান করুক যেন এমনই হয় ৷’

  দেখুন সেই ভিডিও-

  খুশির হাওয়া খান পরিবারেও ৷ গত সপ্তাহেই দ্বিতীয়বার মা হওয়ার খবর দিয়েছেন করিনা ও সইফ আলি খান ৷

  Published by:Elina Datta
  First published: