হোম /খবর /বিনোদন /
ফ্যানেদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন পলক মুছল ! কিন্তু কিভাবে ?জানলেন গায়িকা নিজে

ফ্যানেদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন পলক মুছল ! কিন্তু কিভাবে ? জানলেন গায়িকা নিজে

photo source Instagram

photo source Instagram

তাঁর সঙ্গে যদি সরাসারি ভিডিও কলে কথা বলতে হয় তাহলে এখুনি করুন এই কাজ !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: পলক মুছল। গানের রানি। পলকের মিষ্টি গলা শুনলে প্রেমে পড়ে যেতে হয়। পলক বলিউডের ছবিকে বেশ কতগুলো ভাল গান উপহার দিয়েছেন। শুধু বলিউডের গান নয় পলক হয়েছেন রিয়েলিটি শোয়ের জাজও। হিন্দি, বাংলার সঙ্গে সঙ্গে সব জনপ্রিয় ভাষাতেই গান করেছেন পলক।

তবে পলক সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। ইনস্টা প্রোফাইলে সব সময় পলক গান করেন। ফ্যানেদের জন্য নানা ভিডিও ছবি পোস্ট করেন। এবার পলক সেই ইনস্টাতে এসে ফ্যানেদের জন্য নতুন সুখবর দিলেন। তাঁর সঙ্গে যদি সরাসারি ভিডিও কলে কথা বলতে হয় তাহলে তাঁর অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর কতগুলো সোজা স্টেপ ফলো করলেই সরাসারি কথা বলা যাবে পলকের সঙ্গে।

View this post on Instagram

Contest Alert 📣 #PalakMuchhalOfficialApp (link in bio)

A post shared by PALAK MUCHHAL (@palakmuchhal3) on

Published by:Piya Banerjee
First published:

Tags: Palak muchchal, Song, Viral Post