#মুম্বই: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সবচেয়ে মিষ্টি কাপল। তাঁরা চুটিয়ে করেছেন প্রেম। তারপর বিয়ে। কিন্তু দুজনের কাজের জগত একেবারেই আলাদা। অনুষ্কা বলিউডের এক নম্বর অভিনেত্রীদের একজন। আর বিরাট ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তাই দুজনকে অনেকটা সময় আলাদা কাটাতে হয়। নিজেদের কাজের জন্যই তাঁরা সব সময় এক সঙ্গে সময় কাটাতে পারেন না।
তবে তার জন্য আক্ষেপ নেই দুজনেরই। কারণ তাঁরা জানেন কি করে নিজেদের জন্য সময় বের করতে হয়। কখনও বিরাটের সঙ্গে দেখা করতে ক্রিকেট মাঠে পৌঁছে যান অনুষ্কা। তো কখনও শ্যুটিংয়ের মাঝে বের করে ফেলেন সময়। এভাবেই চলে তাঁদের প্রেম। এই যেমন এখন চলছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। বিরাট তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দুজনের ছবি শেয়ার করে লিখলেন, "মিস্টার অ্যান্ড মিসেস।"---