#মুম্বই: সুপার ড্যান্সার সিজন থ্রি-তে জমিয়ে নেচে ছিল ছোট্ট ছেলে। তাঁর নাচ দেখে কেদে ফেলেছিলেন শিল্পা শেঠি সহ বাকি জাজেরা। তবে শোয়ের ফল যাই হোক না কেন এই ছোট্ট বাচ্চাটা কিন্তু থামিয়ে দেয়নি তাঁর নাচ। তাঁর নাম সাকশম।রিয়েলিটি শোতে একের পর এক নাচ করে সকলের মন জয় করেছিল সে। এবার সে রাস্তায় তাঁর বাড়ির সামনে একেবারে নিজের কায়দায় নাচ করলো। তাও 'মুকাবলা মুকাবলা' গানে নাচ। একটুও না আটকে সে নেচে চলেছে মাঝ রাস্তায়। এই ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Dance, Viral Video