#মুম্বই: নেহা কক্কর ও কার্তিক আরিয়ান দুজনে খুব ভাল বন্ধু। তাঁদের এক সঙ্গে অনেক পার্টিতে মজা করতে দেখা যায়। এক সঙ্গে আড্ডা দিতেও দেখা যায় এই দুজনকে। তবে তাঁদের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। নেহা গানের জগতের একটা নাম। রিয়েলিটি শো থেকে উঠে আসা নেহা নিজের প্রতিভার জোরে জায়গা করে নিয়েছেন বলিউডের মাটিতে। সম্প্রতি তিনি নিজে একটি রিয়েলিটি শোয়ের জাজ। আর কার্তিক আরিয়ান তো মেয়েদের হার্টথ্রব। তাঁকে দেখলে সব মেয়েরই হৃদস্পন্দন কম বেশি ওঠা নামা করে। তিনি বলিউডের সফল অভিনেতা।
সম্প্রতি নেহা ও কার্তিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেহা সব সময় টিকটকে নিজের ভিডিও আপলোড করেন। এবার তিনি কার্তিককে সঙ্গে নিয়ে গাইলেন গান। করলেন জমিয়ে নাচ। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kartik Aaryan, Neha kakka, Viral Video