• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • 'ওম শান্তি ওম' ছবির গানে নেচে ভাইরাল ক্যাথরিন জিটা জোন্স ও অনিল কাপুর !

'ওম শান্তি ওম' ছবির গানে নেচে ভাইরাল ক্যাথরিন জিটা জোন্স ও অনিল কাপুর !

photo source collected

photo source collected

দিল্লিতে একটি অনুষ্ঠানে নিজের স্বামীর সঙ্গে এসেছিলেন হলিউডের এই অভিনেত্রী। বয়স হয়েছে তাঁর। কিন্তু জৌলুস কমেনি একটুও। অনিল কাপুরের সঙ্গে চুটিয়ে নাচলেন তিনি।

 • Share this:

  #মুম্বই: শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি "ওম শান্তি ওম"-এর কথা নিশ্চয়ই মনে আছে ! ফারহা খান পরিচালিত এই ছবি সুপারহিট হয়েছিল বক্স অফিসে। এই ছবির সংলাপ, " পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত" লোকের মুখে মুখে জনপ্রিয় হয়ে উঠেছিল। সত্যিই পিকচার আভি বাকি হ্যায় ! না হলে এই ছবি মুক্তি এতদিন পর এমন পোস্ট কেন করলেন পরিচালক ফারহা খান ! তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁর ছবির গান "ওম শান্তি ওম" বাজছে। আর চুটিয়ে নাচ করছেন অনিল কাপুর ও ক্যাথরিন জিটা জোন্স। দিল্লিতে একটি অনুষ্ঠানে নিজের স্বামীর সঙ্গে এসেছিলেন হলিউডের এই অভিনেত্রী। বয়স হয়েছে তাঁর। কিন্তু জৌলুস কমেনি একটুও। অনিল কাপুরের সঙ্গে চুটিয়ে নাচলেন তিনি। এই ভিডিও শেয়ার করে ফারহা লিখেছেন, " আমি "ওম শান্তি ওম ২"-এর নায়ক নায়িকা পেয়ে গিয়েছি। ওদিকে ক্যাথরিন লেখেন," দিল্লিতে এসে খুব মজা করেছি। আবার আসার অপেক্ষায় রইলাম।" তবে কি সত্যিই বলিউডি ছবিতে দেখা যাবে হলিউডের এই অভিনেত্রীকে? ফারহার পোস্ট তো সেই আগুনেই ঘি ঢালছে! তবে আপাতত এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

  View this post on Instagram

  Got my cast for OSO2

  First published: