Home /News /entertainment /
মুখে চামচ, তাতে লেবু ! তুমুল নাচ সারা আলি খান ও কার্তিক আরিয়ানের ! দেখুন ভিডিও

মুখে চামচ, তাতে লেবু ! তুমুল নাচ সারা আলি খান ও কার্তিক আরিয়ানের ! দেখুন ভিডিও

photo source collected

photo source collected

হা ম্যায় গলত হু' গানে তাঁরা নাচ করলেন। লাভ আজ কাল- ছবির গান।

 • Share this:

  #মুম্বই: সারা আলি খান ও কার্তিক আরিয়ান। এই নাম দুটো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে দুই তারকার মুখ। কার্তিক ও সারা তাঁদের অভিনয়ের জন্য দর্শকের মন ইতিমধ্যেই জয় করেছেন। তাঁদের মধ্যে মিষ্টি একটা বন্ধুত্বও রয়েছে। তাঁদেরকে এক সঙ্গে ডেট করতেও দেখা গেছে। কিন্তু সেটা বিষয় নয়, বিষয় হল তাঁদের নতুন ছবি 'লাভ আজ কাল'। সামনেই মুক্তি পাবে তাঁদের ছবি 'লাভ আজ কাল'। আর সেই জন্য দুজনেই এখন ব্যস্ত প্রোমোশনে। রোজ রোজ নতুন নতুন কিছু করে তাঁরা করছেন প্রোমোশন। তবে এবার তাঁরা একটি মজার জিনিস করলেন। 'হা ম্যায় গলত হু' গানে তাঁরা নাচ করলেন। লাভ আজ কাল- ছবির গান। তবে সে তো করতেই পারেন। এতে আর নতুন কি ! নতুন হল সারা ও কার্তিক নিজেদের মুখে একটি চামচ নিয়েছেন তার উপরে একটি লেবু রেখেছেন। তারপর দারুণ ব্যালান্স করে নেচেছেন তাঁরা। তবে মাঝ পথে সারার মুখ থেকে পড়ে যায় লেবু। এর পর সারা এই ভিডিও পোস্ট করে লিখেছেন, " ডু ইট উইথ আ ট্যুইস্ট"। নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাঁদের ফ্যানেদের জন্য । ছবি মুক্তি পাবে ১৪ই ফেব্রুয়ারি।

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Kartik Aaryan, Love aj kaal, Sara Ali Khan

  পরবর্তী খবর